আগামী সপ্তাহের কোনদিন তুমুল বৃষ্টি ধেয়ে আসছে কলকাতায়? জানাল আবহাওয়া দফতর

Last Updated:
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার প্রভাবে শনিবার সকাল থেকে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
1/5
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার প্রভাবে শনিবার সকাল থেকে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানাল, মঙ্গলবার তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার প্রভাবে শনিবার সকাল থেকে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানাল, মঙ্গলবার তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি বাড়বে রবিবার থেকে। রবি এবং সোমবার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বিশেষত, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দুই জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি বাড়বে রবিবার থেকে। রবি এবং সোমবার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বিশেষত, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দুই জেলায়।
advertisement
3/5
তুমুল বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঝড় ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে।
তুমুল বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঝড় ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে।
advertisement
4/5
কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। যাঁরা বর্তমানে সমুদ্রে আছেন,  তাঁদের শুক্রবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে।
কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। যাঁরা বর্তমানে সমুদ্রে আছেন, তাঁদের শুক্রবার সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে বলা হয়েছে।
advertisement
5/5
 রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় ভোলবদল৷ ওয়েদার আপডেটে সেইরকম পূর্বাভাসই দেওয়া হয়েছে৷  বঙ্গোপসাগরে তৈরি হয়েছ গেছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী বাড়াচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় ভোলবদল৷ ওয়েদার আপডেটে সেইরকম পূর্বাভাসই দেওয়া হয়েছে৷ বঙ্গোপসাগরে তৈরি হয়েছ গেছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী বাড়াচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
advertisement
advertisement