*করোনার জেরে এ বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশকিছু কাটছাঁট করা হয়েছিল। যার মধ্যে অন্যতম, অনুষ্ঠানের সময়। কম সংখ্যক মানুষের উপস্থিতিতে যতটা কম সময়ের মধ্যে সম্ভব এই অনুষ্ঠান শেষ করা হয়েছে। সমস্ত রীতি মেনেই মাত্র কুড়ি মিনিটে এ বছর স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
*স্বাধীনতা দিবসে প্রত্যেক বছরের মতোই শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রেড রোডেই ছিল ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা। এছাড়া শহরে ঢোকা ও বেরনোর প্রত্যেকটি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা ছিল। গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। সবমিলিয়ে কয়েকহাজার পুলিশ মোতায়েন ছিল শহরে।