IMD Weather: বৃষ্টি শেষে কমবে রাতের তাপমাত্রা, সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় খেল! বিরাট আপডেট আবহাওয়া দফতরের

Last Updated:
দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় দু’দিন ঝড়বৃষ্টি হয়েছে। তবে সোমবার থেকে আর তেমন কোনও পূর্বাভাস নেই।
1/5
★উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় দু’দিন ঝড়বৃষ্টি হয়েছে। তবে সোমবার থেকে আর তেমন কোনও পূর্বাভাস নেই। (প্রতীকী ছবি)
advertisement
2/5
★৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা-সহ দক্ষিণের সর্বত্র আবার কিছু দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রাও বেশ খানিকটা কমতে পারে। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। (প্রতীকী ছবি)
advertisement
3/5
★৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। আগামী দু’দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি। তার পরের তিন দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৯ ডিগ্রিতে। (প্রতীকী ছবি)
advertisement
4/5
weather 4
উত্তরবঙ্গেও মূলত শুকনো আবহাওয়া থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে অন্য কোনও জেলায় বৃষ্টি হবে না। কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নীচে। উত্তরবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামী দু’দিনে। (প্রতীকী ছবি)
advertisement
5/5
*গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আজ শনি এবং আগামিকাল রবিবার রাজ্যজুড়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। ফাইল ছবি।
অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। যা ক্রমে উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে এগোবে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement