Holi Specials Train: দোলে ঘুরতে গেলে দেদার সুবিধা, এই সব রুটেই একাধিক স্পেশাল ট্রেন, এসি-নন এসি সবতেই অনেক বার্থ, চুটিয়ে রঙ খেলুন বেড়াতে গিয়ে

Last Updated:
Holi Specials Train: হোলির ছুটি বেড়ানোর প্ল্যান! পূর্ব রেলের একাধিক স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ 
1/12
হাওড়া: হোলি উপলক্ষে পূর্ব রেলওয়ে ৭টি বিশেষ ট্রেন, হোলি ছুটি উদ্দাযাপন করতে একাধিক হোলি স্পেশাল ট্রেন এর ব্যবস্থা করেছে পূর্ব রেল। যার মাধ্যম ২২৩০০ টিরও বেশি বার্থ এবং ৫০০ টি আসন তৈরি করা হবে জানা গেছে। হোলি, মানেই রঙের উৎসব আর এই উৎসবে ভ্রমণের মাধ্যমে জীবন আরও আনন্দময় করে তুলতে বহু মানুষ ভ্রমণ করতে এই সময় বেছে নেন। সেই দিক গুরুত্ব রেখে পূর্ব রেলের বিশেষ ব্যবস্থা।
হাওড়া: হোলি উপলক্ষে পূর্ব রেলওয়ে ৭টি বিশেষ ট্রেন, হোলি ছুটি উদ্দাযাপন করতে একাধিক হোলি স্পেশাল ট্রেন এর ব্যবস্থা করেছে পূর্ব রেল। যার মাধ্যম ২২৩০০ টিরও বেশি বার্থ এবং ৫০০ টি আসন তৈরি করা হবে জানা গেছে। হোলি, মানেই রঙের উৎসব আর এই উৎসবে ভ্রমণের মাধ্যমে জীবন আরও আনন্দময় করে তুলতে বহু মানুষ ভ্রমণ করতে এই সময় বেছে নেন। সেই দিক গুরুত্ব রেখে পূর্ব রেলের বিশেষ ব্যবস্থা।
advertisement
2/12
পূর্ব রেলওয়ে এই উৎসবের মরশুমে জনপ্রিয় স্থানগুলি ভ্রমণকারী যাত্রীদের চাহিদা পূরণের পাশাপাশি এই আনন্দের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত ও ভ্রমনের আনন্দ উপভোগ করতে বিশেষ ভাবে সহযোগিতা করে এই বিশেষ ট্রেনগুলি।
পূর্ব রেলওয়ে এই উৎসবের মরশুমে জনপ্রিয় স্থানগুলি ভ্রমণকারী যাত্রীদের চাহিদা পূরণের পাশাপাশি এই আনন্দের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত ও ভ্রমনের আনন্দ উপভোগ করতে বিশেষ ভাবে সহযোগিতা করে এই বিশেষ ট্রেনগুলি।
advertisement
3/12
বিভিন্ন উৎসব মরশুমে যোগাযোগ মাধ্যমে দারুন চাপ দেখা যায়। বিভিন্ন সময় রেল যাত্রীদের চাপমুক্ত করতে স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল। এবার সেই মতই হোলির ছুটিকে সামনে রেখে একাধিক স্পেশাল ট্রেন।
বিভিন্ন উৎসব মরশুমে যোগাযোগ মাধ্যমে দারুন চাপ দেখা যায়। বিভিন্ন সময় রেল যাত্রীদের চাপমুক্ত করতে স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল। এবার সেই মতই হোলির ছুটিকে সামনে রেখে একাধিক স্পেশাল ট্রেন।
advertisement
4/12
বসন্তের হোলি স্পেশাল বিশেষ ট্রেনগুলি হলহাওড়া ও রাক্সৌল, শিয়ালদহ ও গোরখপুর, কলকাতা ও পাটনা, কলকাতা ও জয়নগর, হাওড়া ও খতিপ ঝনুরা এবং হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে। এই বিশেষ ট্রেনগুলি হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে পারবে। এতে ২২৩০০ টিরও বেশি বার্থ এবং ৫০০ টি আসন এর ব্যবস্থা।
বসন্তের হোলি স্পেশাল বিশেষ ট্রেনগুলি হলহাওড়া ও রাক্সৌল, শিয়ালদহ ও গোরখপুর, কলকাতা ও পাটনা, কলকাতা ও জয়নগর, হাওড়া ও খতিপ ঝনুরা এবং হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে। এই বিশেষ ট্রেনগুলি হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে পারবে। এতে ২২৩০০ টিরও বেশি বার্থ এবং ৫০০ টি আসন এর ব্যবস্থা।
advertisement
5/12
০৩০৪৩ হাওড়া - রাক্সৌল হোলি স্পেশাল ৮/৩/২৫ (০১ট্রিপ) ২৩:০০টায় হাওড়া ছেড়ে পরের দিন ১৬:১০ টায় রাক্সৌল পৌঁছবে এবং ০৩০৪৪ রাক্সৌল - হাওড়া হোলি স্পেশাল রাক্সৌল থেকে ছাড়বে।১৭/৩/২৫ ১৭:৩০। পরের দিন ১০:৪৫ টায় হাওড়া পৌঁছানোর জন্য। বিশেষ ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, দরভাঙ্গা, জনকপুর রোড, সীতামাড়ি এবং বৈরাগানিয়া স্টেশনে উভয় দিকেই থামবে।
০৩০৪৩ হাওড়া - রাক্সৌল হোলি স্পেশাল ৮/৩/২৫ (০১ট্রিপ) ২৩:০০টায় হাওড়া ছেড়ে পরের দিন ১৬:১০ টায় রাক্সৌল পৌঁছবে এবং ০৩০৪৪ রাক্সৌল - হাওড়া হোলি স্পেশাল রাক্সৌল থেকে ছাড়বে।১৭/৩/২৫ ১৭:৩০। পরের দিন ১০:৪৫ টায় হাওড়া পৌঁছানোর জন্য। বিশেষ ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, দরভাঙ্গা, জনকপুর রোড, সীতামাড়ি এবং বৈরাগানিয়া স্টেশনে উভয় দিকেই থামবে।
advertisement
6/12
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৩০৪৫ হাওড়া – রাক্সৌল হোলি স্পেশাল ১০/৩/২৫ এবং ১৩/৩/২৫ (০২ট্রিপ) ২৩:০০টায় হাওড়া ছাড়বে এবং পরের দিন ১৬:১০ টায় রাক্সৌল পৌঁছবে এবং ০৩০৪৬ রাক্সৌল - হাওড়া স্পেশাল ১০/৩/২৫ এ ছাড়বে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৩০৪৫ হাওড়া – রাক্সৌল হোলি স্পেশাল ১০/৩/২৫ এবং ১৩/৩/২৫ (০২ট্রিপ) ২৩:০০টায় হাওড়া ছাড়বে এবং পরের দিন ১৬:১০ টায় রাক্সৌল পৌঁছবে এবং ০৩০৪৬ রাক্সৌল - হাওড়া স্পেশাল ১০/৩/২৫ এ ছাড়বে।
advertisement
7/12
১১/৩/২৫ এবং ১৪/৩/২৫ (০২ ট্রিপ) পরের দিন ১০:৪৫ টায় হাওড়া পৌঁছানোর জন্য। স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, দরভাঙ্গা, জনকপুর রোড, সীতামাড়ি এবং বৈরাগানিয়া স্টেশনে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
১১/৩/২৫ এবং ১৪/৩/২৫ (০২ ট্রিপ) পরের দিন ১০:৪৫ টায় হাওড়া পৌঁছানোর জন্য। স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, দরভাঙ্গা, জনকপুর রোড, সীতামাড়ি এবং বৈরাগানিয়া স্টেশনে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
8/12
০৩১৩২শিয়ালদহ - গোরখপুর হোলি স্পেশাল শিয়ালদহ থেকে ছাড়বে ১৮:১৫ টায়। ০৮/৩/২৫, ১০/৩/২৫ এবং ১৪/৩/২৫ (০৩ ট্রিপ) ১০:১৫ টায় গোরখপুর পৌঁছানোর জন্য। পরের দিন এবং ০৩১৩৩ গোরখপুর - শিয়ালদহ হোলি স্পেশাল গোরখপুর থেকে ১৩:০০টায় ছাড়বে। ০৯/৩/২৫ , ১১/৩/২৫ এবং ১৪/৩/২৫ তারিখে (০৩টি ট্রিপ) শিয়ালদহ পৌঁছানোর জন্য ৭:৩০ টায়। পরের দিন ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জাসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর, পাটনা জং., পাটলিপুত্র, ছাপড়া গ্রামীণ, ছাপরা, সিওয়ান এবং দেওরিয়া সদর স্টেশনে পূর্ব রেলের উভয় দিকের এখতিয়ারে থামবে।
০৩১৩২শিয়ালদহ - গোরখপুর হোলি স্পেশাল শিয়ালদহ থেকে ছাড়বে ১৮:১৫ টায়। ০৮/৩/২৫, ১০/৩/২৫ এবং ১৪/৩/২৫ (০৩ ট্রিপ) ১০:১৫ টায় গোরখপুর পৌঁছানোর জন্য। পরের দিন এবং ০৩১৩৩ গোরখপুর - শিয়ালদহ হোলি স্পেশাল গোরখপুর থেকে ১৩:০০টায় ছাড়বে। ০৯/৩/২৫ , ১১/৩/২৫ এবং ১৪/৩/২৫ তারিখে (০৩টি ট্রিপ) শিয়ালদহ পৌঁছানোর জন্য ৭:৩০ টায়। পরের দিন ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জাসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর, পাটনা জং., পাটলিপুত্র, ছাপড়া গ্রামীণ, ছাপরা, সিওয়ান এবং দেওরিয়া সদর স্টেশনে পূর্ব রেলের উভয় দিকের এখতিয়ারে থামবে।
advertisement
9/12
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৩১৩৫কলকাতা-পাটনা হোলি স্পেশাল কলকাতা ছাড়বে ২৩:৫০ টায়। ১১/৩/২৫ তারিখে (০১ ট্রিপ) পাটনা পৌঁছাতে ১০:৪৫ টায়। পরের দিন এবং ০৩১৩৬ পাটনা - কলকাতা হোলি স্পেশাল পাটনা থেকে ১৩:০০ টায় ছাড়বে। ১২/৩/২৫ তারিখে (০১ ট্রিপ) কলকাতা পৌঁছানোর জন্য 23:45 ২৩:৪৫ টায়। একই দিনে ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর এবং পাটনা সাহেব স্টেশনে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৩১৩৫কলকাতা-পাটনা হোলি স্পেশাল কলকাতা ছাড়বে ২৩:৫০ টায়। ১১/৩/২৫ তারিখে (০১ ট্রিপ) পাটনা পৌঁছাতে ১০:৪৫ টায়। পরের দিন এবং ০৩১৩৬ পাটনা - কলকাতা হোলি স্পেশাল পাটনা থেকে ১৩:০০ টায় ছাড়বে। ১২/৩/২৫ তারিখে (০১ ট্রিপ) কলকাতা পৌঁছানোর জন্য 23:45 ২৩:৪৫ টায়। একই দিনে ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর এবং পাটনা সাহেব স্টেশনে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
10/12
০৩১৮৭কলকাতা – জয়নগর হোলি স্পেশাল কলকাতা ছাড়বে ২৩:৫৫টায়। ০৭/৩/২৫ তারিখে (০১ট্রিপ) জয়নগর পৌঁছাতে ১৩:৫০ টায়। পরের দিন এবং ০৩১৮৮ জয়নগর – কলকাতা হোলি স্পেশাল জয়নগর ছাড়বে ১৫:০০টায়। ০৮/৩/২৫ তারিখে (০১ ট্রিপ) কলকাতা পৌঁছানোর জন্য ৫:১৫ টায়। পরের দিন ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, দরভাঙ্গা এবং মধুবনি স্টেশনে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস সিটিং, এসি-চেয়ার কার, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৩০০৭ হাওড়া – খাতিপুরা হোলি স্পেশাল হাওড়া ছাড়বে ১৮:০০ টায়। ০৯/৩/২৫ এবং ১৬/৩/২৫ তারিখে (০২ টি ট্রিপ) খাতিপুরা পৌঁছাতে ২৩:৩০ টায়।
০৩১৮৭কলকাতা – জয়নগর হোলি স্পেশাল কলকাতা ছাড়বে ২৩:৫৫টায়। ০৭/৩/২৫ তারিখে (০১ট্রিপ) জয়নগর পৌঁছাতে ১৩:৫০ টায়। পরের দিন এবং ০৩১৮৮ জয়নগর – কলকাতা হোলি স্পেশাল জয়নগর ছাড়বে ১৫:০০টায়। ০৮/৩/২৫ তারিখে (০১ ট্রিপ) কলকাতা পৌঁছানোর জন্য ৫:১৫ টায়। পরের দিন ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, দরভাঙ্গা এবং মধুবনি স্টেশনে উভয় দিকেই থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস সিটিং, এসি-চেয়ার কার, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৩০০৭ হাওড়া – খাতিপুরা হোলি স্পেশাল হাওড়া ছাড়বে ১৮:০০ টায়। ০৯/৩/২৫ এবং ১৬/৩/২৫ তারিখে (০২ টি ট্রিপ) খাতিপুরা পৌঁছাতে ২৩:৩০ টায়।
advertisement
11/12
পরের দিন এবং ০৩০০৮ খতিপুরা – হাওড়া হোলি স্পেশাল খাতিপুরা থেকে ০৫:৩০ টায় ছাড়বে। ১১/৩/২৫ এবং ১৮/৩/২৫ (০২ট্রিপ) হাওড়া পৌঁছানোর জন্য ১৫:১৫ টায়। পরের দিন ট্রেনটি থামবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর, পাটনা, দানাপুর, আরা, বক্সার, পন্ডিত। দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, গোবিন্দপুরী, ইটাওয়া, ফতেহাবাদ, শামশাবাদ টাউন, আগ্রা ক্যান্ট জং., ভরতপুর, বান্দিকুই জং। এবং পথে উভয় দিকে দৌসা স্টেশন। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
পরের দিন এবং ০৩০০৮ খতিপুরা – হাওড়া হোলি স্পেশাল খাতিপুরা থেকে ০৫:৩০ টায় ছাড়বে। ১১/৩/২৫ এবং ১৮/৩/২৫ (০২ট্রিপ) হাওড়া পৌঁছানোর জন্য ১৫:১৫ টায়। পরের দিন ট্রেনটি থামবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়ারপুর, পাটনা, দানাপুর, আরা, বক্সার, পন্ডিত। দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, গোবিন্দপুরী, ইটাওয়া, ফতেহাবাদ, শামশাবাদ টাউন, আগ্রা ক্যান্ট জং., ভরতপুর, বান্দিকুই জং। এবং পথে উভয় দিকে দৌসা স্টেশন। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
advertisement
12/12
০৩০২৭হাওড়া - নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল হাওড়া ছাড়বে ২৩:৫৫ টায়। ১৩/৩/২৫ এবং ১৯/৩/২৫ (০২ ট্রিপ) নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য ১০:৪৫ টায়। পরের দিন ০৩০২৮ নিউ জলপাইগুড়ি – হাওড়া হোলি স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে ১২:৪৫ টায়। ১৩/৩/২৫ এবং ২০/৩/২৫ (০২ ট্রিপ) হাওড়া পৌঁছানোর জন্য ১২:১০ টায়। পরের দিন ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জং, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। উপরের বিশেষ ট্রেনগুলির জন্য টিকিট বুকিংয়ের সময় অগ্রিম জানিয়ে দেওয়ার কথা নির্দেশিকা দিয়েছে রেল। Input- Rakesh Maity
০৩০২৭হাওড়া - নিউ জলপাইগুড়ি হোলি স্পেশাল হাওড়া ছাড়বে ২৩:৫৫ টায়। ১৩/৩/২৫ এবং ১৯/৩/২৫ (০২ ট্রিপ) নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য ১০:৪৫ টায়। পরের দিন ০৩০২৮ নিউ জলপাইগুড়ি – হাওড়া হোলি স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে ১২:৪৫ টায়। ১৩/৩/২৫ এবং ২০/৩/২৫ (০২ ট্রিপ) হাওড়া পৌঁছানোর জন্য ১২:১০ টায়। পরের দিন ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জং, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। উপরের বিশেষ ট্রেনগুলির জন্য টিকিট বুকিংয়ের সময় অগ্রিম জানিয়ে দেওয়ার কথা নির্দেশিকা দিয়েছে রেল। Input- Rakesh Maity
advertisement
advertisement
advertisement