Fuel Price Politics: জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরগরম রাজনীতি! কিন্তু কেন্দ্র-রাজ্য কর পায় কত? দেখুন আসল সত্যিটা...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Fuel Price Politics: পেট্রোল- ডিজেলের এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র- রাজ্য পরস্পরকে দায়ী করছে৷ কিন্তু পেট্রোল, ডিজেলের উপরে বিপুল কর চাপিয়ে কার ঘরে কত মুনাফা ঢুকছে?
রাজ্যে সেঞ্চুরি করে ফেলেছে পেট্রোল৷ উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, কলকাতা-সহ সর্বত্র এক লিটার পেট্রোল কিনতে একশো টাকার বেশি দাম দিতে হচ্ছে৷ পেট্রোল- ডিজেলের এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র- রাজ্য পরস্পরকে দায়ী করছে৷ কিন্তু পেট্রোল, ডিজেলের উপরে বিপুল কর চাপিয়ে কার ঘরে কত মুনাফা ঢুকছে? পরিসংখ্যান কী গল্প বলছে? দেখুন একনজরে। প্রতিবেদন : আবির ঘোষাল, ছবি : প্রতীকী
advertisement
advertisement
অন্যদিকে ডিজেলের ক্ষেত্রেও ছবিটা অন্যরকম কিছু নয়৷ বুধবার কলকাতায় এক লিটার ডিজেলের দাম পড়েছে ৯৯.৮৩ টাকা৷ এর মধ্যে জ্বালানির মূল দাম ছিল ৬১.৭২ টাকা৷ কলকাতায় এক লিটার ডিজেল বিক্রি হলে কর বাবদ কেন্দ্রীয় সরকার পাচ্ছে ২১.৮০ টাকা৷ রাজ্য কর বাবদ পাচ্ছে ১৪.১৮ টাকা৷ কমিশন বাবদ ডিলার পাচ্ছেন ২.১৩ টাকা৷ এই তথ্যই কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমজনতার পকেটে টান পড়লেও পেট্রোল-ডিজেল বিক্রি করে কেন্দ্র-রাজ্যের ভাঁড়ার কীভাবে পূর্ণ হচ্ছে৷
advertisement
গত দু' মাসে একাধিকবার পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়েছে৷ পেট্রোল পাম্পের ডিলাররা অবশ্য বলছেন, এতে তাঁদের মুনাফা কিছু বাড়েনি৷ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জন মুখোপাধ্যায় বলেন, 'আমাদের ডিলারদের মুনাফা কিন্তু বাড়ছে না৷ সারা বিশ্বে তেলের দাম গতকালও যা ছিল, আজকেও তাই আছে৷ তাহলে মুনাফাটা কোথায় যাচ্ছে?'
advertisement
২০২০ সালের মার্চ মাসে তেলের উপরে শুল্ক বাড়ায় কেন্দ্র৷ রাজ্যগুলিও নিজেদের প্রয়োজন মতো পেট্রোল- ডিজেলের উপরে ভ্যাট বসায়৷ গোটা দেশের মধ্যে রাজস্থানে পেট্রোল-ডিজেলের উপরে ভ্যাট সর্বাধিক৷ এর পরে রয়েছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র৷ পশ্চিমবঙ্গ সরকার অবশ্য গত ফেব্রুয়ারি মাসে পেট্রোপণ্যের উপরে লিটার পিছু এক টাকা করে সেস কমিয়েছিল৷
advertisement
দীর্ঘদিন ধরেই পেট্রোল-ডিজেলের উপরেও জিএসটি বসানোর দাবি উঠেছে৷ সেক্ষেত্রে গোটা দেশেই পেট্রোল-ডিজেলের উপরে অভিন্ন হারে কর চাপবে৷ কিন্তু সেই দাবিতে সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার৷ এ বিষয়ে রাজ্যগুলিও চুপ৷ কারণ একবার পেট্রোল, ডিজেলকেও জিএসটি-র আওতায় নিয়ে এলে জ্বালানি বিক্রি থেকে কেন্দ্র-রাজ্য দু' পক্ষেরই আয় অনেকটা কমে যাবে৷