Durga Puja Carnival 2023: বেজে গেল পুজোর দামামা! মেগা কার্নিভালের ঘোষণা মুখ্যমন্ত্রীর, জানুন কবে

Last Updated:
Durga Puja Carnival 2023: পুজো শেষ হলেও, ঠাকুর দেখার রেশ থেকে যায় কলকাতায়। চলতি বছরেও মেগা কার্নিভালের আয়োজন করা হবে ঘোষণা করল রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1/7
পুজো শেষ হলেও, ঠাকুর দেখার রেশ থেকে যায় কলকাতায়। চলতি বছরেও মেগা কার্নিভালের আয়োজন করা হবে ঘোষণা করল রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি।)
পুজো শেষ হলেও, ঠাকুর দেখার রেশ থেকে যায় কলকাতায়। চলতি বছরেও মেগা কার্নিভালের আয়োজন করা হবে ঘোষণা করল রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি।)
advertisement
2/7
গত বছর রাজ্য জুড়ে ছিল পুজোর মেগা আয়োজন৷ হেরিটেজ তকমা পাওয়ার পর পুজো শুরু হয়েছিল একেবারে মহালয়া থেকে। এই বছর দুর্গাপুজো ২০-২৪ অক্টোবর। (ফাইল ছবি)
গত বছর রাজ্য জুড়ে ছিল পুজোর মেগা আয়োজন৷ হেরিটেজ তকমা পাওয়ার পর পুজো শুরু হয়েছিল একেবারে মহালয়া থেকে। এই বছর দুর্গাপুজো ২০-২৪ অক্টোবর। (ফাইল ছবি)
advertisement
3/7
এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে ২৪,২৫,২৬ অক্টোবর৷ এ ছাড়া ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে৷ (ফাইল ছবি)
এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে ২৪,২৫,২৬ অক্টোবর৷ এ ছাড়া ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে৷ (ফাইল ছবি)
advertisement
4/7
 মঙ্গলবারের অনুষ্ঠানে পাশাপাশি তিনি বললেন, ক্লাব পিছু পুজোর অনুদান এর আগে ছিল ৬০ হাজার টাকা৷ এ বার আরও ১০ হাজার টাকা বাড়িয়ে করা হল ৭০ হাজার টাকা৷ (ফাইল ছবি)
মঙ্গলবারের অনুষ্ঠানে পাশাপাশি তিনি বললেন, ক্লাব পিছু পুজোর অনুদান এর আগে ছিল ৬০ হাজার টাকা৷ এ বার আরও ১০ হাজার টাকা বাড়িয়ে করা হল ৭০ হাজার টাকা৷ (ফাইল ছবি)
advertisement
5/7
 প্রতিবার, মুখ্যমন্ত্রী নিজে রেড রোডের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় উপস্থিত থাকেন৷ মন্ত্রী থেকে শুরু করে সঙ্গীতশিল্পী, টলিউডের বিভিন্ন কলাকুশলী প্রত্যেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায় প্রতিবছর৷ (ফাইল ছবি)
প্রতিবার, মুখ্যমন্ত্রী নিজে রেড রোডের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় উপস্থিত থাকেন৷ মন্ত্রী থেকে শুরু করে সঙ্গীতশিল্পী, টলিউডের বিভিন্ন কলাকুশলী প্রত্যেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায় প্রতিবছর৷ (ফাইল ছবি)
advertisement
6/7
মেগা কার্নিভালে রাজ‍্যের বহু পুজোগুলি অংশ নেয় সেগুলি হল- সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, শিব মন্দির, ভবানীপুর ৭৫ পল্লি, ৬৬ পল্লি কালীঘাট, বাদামতলা আষাঢ় সংঘ, অবসর, স্বাধীন সংঘ, কোলাহল গোষ্ঠী চেতলা, নাকতলা উদয়ন সংঘ, বোস পুকুর তালবাগান, সন্তোষপুর অ্যাভেনিউ সাউথ, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব ইত‍্যাদি। (ফাইল ছবি)
মেগা কার্নিভালে রাজ‍্যের বহু পুজোগুলি অংশ নেয় সেগুলি হল- সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, শিব মন্দির, ভবানীপুর ৭৫ পল্লি, ৬৬ পল্লি কালীঘাট, বাদামতলা আষাঢ় সংঘ, অবসর, স্বাধীন সংঘ, কোলাহল গোষ্ঠী চেতলা, নাকতলা উদয়ন সংঘ, বোস পুকুর তালবাগান, সন্তোষপুর অ্যাভেনিউ সাউথ, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব ইত‍্যাদি। (ফাইল ছবি)
advertisement
7/7
গত বছর, কোভিডের পর প্রথমবার খোলা মনে পুজো ঘুরেছিলেন সকলে৷ এ বারেও সেই আনন্দের ঢেউ বজায় থাকবেই বলে মনে করছেন সকলে৷ আর আজই সেই ২০২৩-এর দুর্গাপুজোর ঢাকে কাঁঠি পড়ে গেল। (ফাইল ছবি)
গত বছর, কোভিডের পর প্রথমবার খোলা মনে পুজো ঘুরেছিলেন সকলে৷ এ বারেও সেই আনন্দের ঢেউ বজায় থাকবেই বলে মনে করছেন সকলে৷ আর আজই সেই ২০২৩-এর দুর্গাপুজোর ঢাকে কাঁঠি পড়ে গেল। (ফাইল ছবি)
advertisement
advertisement
advertisement