Dilip Ghosh: অবশেষে SIR নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, ‘বাংলাদেশি ভোটার...’ বলে বিরাট অভিযোগ, কী বললেন জানেন?

Last Updated:
সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাসকে। রাজ্যের মুখ্যসচিবকে এই সাসপেশন কার্যকর করার চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
1/5
ভোটার লিস্টে কারচুপির অভিযোগে, বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর পূর্বের ERO দেবত্তম দত্ত চৌধুরী এবং ময়নার ERO বিপ্লব সরকারকে। পাশাপাশি, সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাসকে। রাজ্যের মুখ্যসচিবকে এই সাসপেশন কার্যকর করার চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
ভোটার লিস্টে কারচুপির অভিযোগে, বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর পূর্বের ERO দেবত্তম দত্ত চৌধুরী এবং ময়নার ERO বিপ্লব সরকারকে। পাশাপাশি, সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাসকে। রাজ্যের মুখ্যসচিবকে এই সাসপেশন কার্যকর করার চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
2/5
আর এই সাসপেনশন নিয়েই চূড়ান্ত টানাপড়েন চলছে নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মঞ্চ থেকে কমিশনের এই ‘হস্তক্ষেপ’ নিয়ে এবং ‘এক্তিয়ার’ নিয়ে প্রশ্ন তুলেছেন৷ কেন্দ্রের বিরুদ্ধে আধিকারিকদের ‘ভয়’ দেখানোর অভিযোগ এনে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের কোনও আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না তিনি৷ পাশাপাশি...
আর এই সাসপেনশন নিয়েই চূড়ান্ত টানাপড়েন চলছে নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মঞ্চ থেকে কমিশনের এই ‘হস্তক্ষেপ’ নিয়ে এবং ‘এক্তিয়ার’ নিয়ে প্রশ্ন তুলেছেন৷ কেন্দ্রের বিরুদ্ধে আধিকারিকদের ‘ভয়’ দেখানোর অভিযোগ এনে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের কোনও আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না তিনি৷ পাশাপাশি...
advertisement
3/5
সাধারণ মানুষের মধ্যে নিবিড় ভোটার লিস্ট সংশোধন অর্থাৎ, SIR নিয়ে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, কোনও ফর্ম কেউ নিয়ে এলে কেউ যেন তাতে সই না করেন৷ ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে কি না, তা যেন আগে থেকেই দেখে নেন তাঁরা৷ এই পরিস্থিতিতে এবার নিবিড় ভোটার তালিকা সংশোধন অর্থাৎ, SIR এবং ভুয়ো ভোটার নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷
সাধারণ মানুষের মধ্যে নিবিড় ভোটার লিস্ট সংশোধন অর্থাৎ, SIR নিয়ে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, কোনও ফর্ম কেউ নিয়ে এলে কেউ যেন তাতে সই না করেন৷ ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে কি না, তা যেন আগে থেকেই দেখে নেন তাঁরা৷ এই পরিস্থিতিতে এবার নিবিড় ভোটার তালিকা সংশোধন অর্থাৎ, SIR এবং ভুয়ো ভোটার নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷
advertisement
4/5
এখানেই শেষ নয়, এরপরই তৃণমূলের সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘এখানে সরকার এখানে আছে, তারা বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায় তাই তাদের কৌশলে লিস্টে রাখা হয়েছে। যে অফিসাররা সাসপেন্ড হয়েছে, তাদেরকে কাজে লাগানো হয়েছে।’’
এখানেই শেষ নয়, এরপরই তৃণমূলের সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘‘এখানে সরকার এখানে আছে, তারা বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায় তাই তাদের কৌশলে লিস্টে রাখা হয়েছে। যে অফিসাররা সাসপেন্ড হয়েছে, তাদেরকে কাজে লাগানো হয়েছে।’’
advertisement
5/5
দিলীপ ঘোষের, ‘‘মন্তব্য কেন্দ্র সরকার বা তার কোনও এজেন্সি কোনও নির্দেশ দিলে তা এরা মানতে চায় না। দেশের নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কন্ডাক্ট করে। তারা যদি মনে করে যে ভোট করব না তাহলে কিন্তু ভোট হবে না, তাই আজ না হলে কাল মানতেই হবে।’’
দিলীপ ঘোষের, ‘‘মন্তব্য কেন্দ্র সরকার বা তার কোনও এজেন্সি কোনও নির্দেশ দিলে তা এরা মানতে চায় না। দেশের নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কন্ডাক্ট করে। তারা যদি মনে করে যে ভোট করব না তাহলে কিন্তু ভোট হবে না, তাই আজ না হলে কাল মানতেই হবে।’’
advertisement
advertisement
advertisement