Cyclone Asani Alert Bengal: ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া? উপকূলে তুমুল সতর্কতা! ঘূর্ণিঝড় 'অশনি' ভয়ঙ্কর সঙ্কেত দিচ্ছে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cyclone Asani Alert: ফের ঘূর্ণিঝড় বাংলার দোরগোড়ায়? জেলায় জেলায় বৃষ্টির স্বস্তির মধ্যেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপের ভ্রুকুটি। কিন্তু এই ঘূর্ণিঝড় অশনি ঠিক কতটা প্রভাব ফেলবে এ রাজ্যে?
advertisement
advertisement
advertisement
ঘূর্ণাবর্তের প্রভাবে ৬ ও ৭ মে আন্দামান দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত ৬ মে-র মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান সাগর এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ৭ মের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৮ মে ঝড়ের বেগ বেড়ে ঘন্টায় ৭৫ কিমি পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
বাতাস ৭৫ কিলোমিটার বেগে চলতে পারে নিম্নচাপ এলাকার কারণে, আগামী ২-৩ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উমাশঙ্কর দাসের মতে, বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। তিনি বলেন, 'এই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি হতে পারে। যা পরবর্তীতে ৭৫ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে। মৎস্যজীবীদের আন্দামান সমুদ্র এলাকা এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
দেশের এসব স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্কাইমেট ওয়েদার অনুসারে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, জম্মু ও কাশ্মীরের দু-একটি অংশ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের কিছু অংশ, কর্ণাটক, রায়ালসিমা, উপকূলীয় কর্ণাটক এবং তেলেঙ্গানায় বৃষ্টি হতে পারে।