আমফানের রাতভর তাণ্ডবে ধ্বংস্তূপ কলকাতা, সকাল হতেই রাস্তা থেকে গাছ সরানো কাজ শুরু

Last Updated:
১৮০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তিনঘণ্টা ধরে তাণ্ডব। তছনছ কলকাতা
1/5
কলকাতার মনে নেই, এরকম ঝড় কবে দেখেছে। আমফানের ভয়াল রূপ দেখল কলকাতা ও লাগোয়া হাওড়া। একশো তিরিশ কিলোমিটারের গতি নিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড়।
কলকাতার মনে নেই, এরকম ঝড় কবে দেখেছে। আমফানের ভয়াল রূপ দেখল কলকাতা ও লাগোয়া হাওড়া। একশো তিরিশ কিলোমিটারের গতি নিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড়।
advertisement
2/5
ধ্বংসের নাম আমফান। ১৮০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তিনঘণ্টা ধরে তাণ্ডব। তছনছ কলকাতা, দুই ২৪ পরগনা। লন্ডভন্ড মেদিনীপুরও।
ধ্বংসের নাম আমফান। ১৮০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তিনঘণ্টা ধরে তাণ্ডব। তছনছ কলকাতা, দুই ২৪ পরগনা। লন্ডভন্ড মেদিনীপুরও।
advertisement
3/5
প্রবল ঝড়ে যেন ঝাপসা হয়ে গেছে চারপাশ। প্রকৃতির রোষে চারপাশ দুলছে।
প্রবল ঝড়ে যেন ঝাপসা হয়ে গেছে চারপাশ। প্রকৃতির রোষে চারপাশ দুলছে।
advertisement
4/5
বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে গাছ, ইলেকট্রিক, টেলিফোনের তার। সকাল হতেই রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর, দমকল কর্মীরা
বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে গাছ, ইলেকট্রিক, টেলিফোনের তার। সকাল হতেই রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর, দমকল কর্মীরা
advertisement
5/5
ঢাকুরিয়ায় গাছ পড়ে রাস্তা বন্ধ। জল জমে আরও বিপত্তি। দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলকাতার একাধিক এলাকা।
ঢাকুরিয়ায় গাছ পড়ে রাস্তা বন্ধ। জল জমে আরও বিপত্তি। দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলকাতার একাধিক এলাকা।
advertisement
advertisement
advertisement