CPIM Brigade: শুধু সভায় নয়, চমক এবার বামেদের ব্রিগেডের মেনুতেও! কী কী আছে জানেন এবার?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
CPIM Brigade: মেনুতে, ভাত, ডাল, ডিম-তরকারি থেকে রুটি-মাংস। উতসাহ নিয়েই সবাই যাচ্ছে বলে সিপিএম নেতারা জানাচ্ছেন। নেতাদের কথায়, নেতাদের ভাষণ শোনার উদ্দেশ্যে পিকনিকের মুডেই ব্রিগেড যাচ্ছে সবাই।
ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা বাসে ও ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা। সকাল থেকে ব্রিগেডের উদ্যেশ্যে দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ও দুর্গাপুর স্টেশন থেকে রওনা দিতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকেরা।
advertisement
তাঁদের দাবি কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসীদের বিভিন্ন দাবিদাওয়ার পাশাপাশি রাজ্যজুড়ে চলা চুরি, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই ব্রিগেডে যাচ্ছেন তাঁরা।
advertisement
পিকনিকের মুডেই পুর্ব মেদিনীপুর থেকে ব্রিগেড রওনা বাম কর্মী সমর্থকদের। নেতাদের কথা-ভাষণ শোনার লক্ষ্যে পিকনিকের মুডেই ব্রিগেড যাচ্ছে বাম কর্মী সমর্থকরা।
advertisement
নন্দীগ্রাম, মহিষাদল, হলদিয়া, নন্দকুমার, তমলুক-সহ পূর্ব মেদিনীপুরের সব জায়গা থেকেই বাসে চেপে ব্রিগেড রওনা হলেন জেলার বাম কর্মী সমর্থকরা।
advertisement
সঙ্গে রান্না করা খাওয়ার নিয়েছেন। মেনুতে, ভাত, ডাল, ডিম-তরকারি থেকে রুটি-মাংস। উতসাহ নিয়েই সবাই যাচ্ছে বলে সিপিএম নেতারা জানাচ্ছেন। নেতাদের কথায়, নেতাদের ভাষণ শোনার উদ্দেশ্যে পিকনিকের মুডেই ব্রিগেড যাচ্ছে সবাই।
advertisement