Mamata Banerjee || "রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে", আলিপুর মিউজিয়ামের উদ্বোধনে নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
CM Mamata Banerjee || বুধবার মিউজিয়ামের উদ্বোধনে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাই ছিল একসময় ভারতের রাজধানী। ইতিহাস পরিবর্তন করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম না জানতে পারে৷ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব পাল্টে দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণে। সেই কারণে স্বাধীনতার ৭৫ বছরে আমরা এই মিউজিয়াম করলাম, যাতে নতুন প্রজন্ম স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আসল সত্যটা জানতে পারে।’
advertisement
এই জেলের অন্দরে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের পদধূলি৷ সেই প্রসঙ্গও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷ বললেন, "আমাদের বাংলা যদি না থাকত নবজারণ, স্বাধীনতা আন্দোলন হত না। যাঁরা স্বাধীনতা স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশ, বিধানচন্দ্র রায় কেউ বাদ নেই। যে কুঠুরিগুলোতিতে তাঁরা থাকতেন সেইগুলো সংরক্ষণ করা হয়েছে৷ আলিপুর জেলের ফাঁসি কাঠ আমি দেখে এসেছি।" পুরাতন জরাজীর্ণ যন্ত্রগুলো সংরক্ষণ, পুনর্নবীকরণ ও দর্শনার্থীদের সুবিধার জন্য ফুড কিয়স্ক থাকছে বলে জানান মমতা৷
advertisement