কেউ অপরিহার্য নয়, টিমগেমই ফুটবলে মূলমন্ত্র... কোচিতে ফের প্রমাণ করল এটিকে
Last Updated:
তুমুল চাপের মধ্যেও আগাগোড়া মাথা ঠাণ্ডা রেখে খেল গিয়েছেন হিউমরা ৷
ঘরের মাঠে রবিবার ফাইনালটা খেলার সুযোগ পেলেও দর্শকদের নিজেদের খেলায় সেভাবে মন ভরাতে পারেননি কোচির ফুটবলাররা ৷ সেদিক থেকে দেখতে গেলে তুমুল চাপের মধ্যেও আগাগোড়া মাথা ঠাণ্ডা রেখে খেল গিয়েছেন হিউমরা ৷ সেইসঙ্গে কোচ মলিনার কথা আলাদা করে বলতেই হবে ৷ গোটা টুর্নামেন্টেই তাঁর কোচিং স্ট্র্যাটেজি নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার ঝড় ধেয়ে এসেছে ৷ কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের কাজটা করতেই তিনি ভারতে এসেছেন ৷ কোচিং প্রোফাইল তাঁর সাংঘাতিক কিছু নয় ৷ কিন্তু এই ‘লো প্রোফাইল’-ই যে তাঁর আসল শক্তি সেটা সবসময়েই বুঝিয়ে দিতে পেরেছেন এটিকে কোচ ৷ টিম গেমই ছিল মলিনার মূলমন্ত্র ৷ সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের সাহায্য তিনি বরাবরই পেয়েছেন ৷ অ্যাটলেটিকো কর্মকর্তাদের উদ্দেশ্যে একবার মলিনা বলেই ফেলেছিলেন, ‘‘ কলকাতায় কোচিং করতে এসে চ্যাম্পিয়ন হতে পারি বা না পারি, আমি কিন্তু খুশি।’’ শেষপর্যন্ত গোটা বাংলার মানুষকেই খুশি করতে সফল এটিকে-র স্প্যানিশ কোচ ৷ Photo Courtesy : ISL
advertisement
advertisement
advertisement
advertisement