Abhishek Banerjee: শাশুড়ি-বৌমাদের মনের কাছে পৌঁছতে চাইছে মমতার সরকার...লক্ষ্মীর ঘরের প্রকল্পই আধার, রাজ-শুভশ্রীর তথ্যচিত্র দেখলেন অভিষেক 

Last Updated:
ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালি নিয়ে জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালি তুলে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন বুথে বুথে গিয়ে মানুষকে তারা এই সংক্রান্ত তথ্যচিত্র দেখাবে।
1/7
কলকাতা: ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ আরও জোরদার করতে চলেছে তৃণমূল। তৃণমূলের সাম্প্রতিকতম কর্মসূচি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়া আমজনতার কাছে। এবার আমজনতাকে দেখানো হবে একটি বিশেষ তথ্যচিত্র।
<span style="color: #993366;"><strong>কলকাতা:</strong> </span>ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ আরও জোরদার করতে চলেছে তৃণমূল। তৃণমূলের সাম্প্রতিকতম কর্মসূচি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়া আমজনতার কাছে। এবার আমজনতাকে দেখানো হবে একটি বিশেষ তথ্যচিত্র।
advertisement
2/7
তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তীর এই তথ্যচিত্র তৈরি করেছেন। নন্দনে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর তৈরি করা সেই তথ্য চিত্র দেখলেন অভিষেক বন্দোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তীর এই তথ্যচিত্র তৈরি করেছেন। নন্দনে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর তৈরি করা সেই তথ্য চিত্র দেখলেন অভিষেক বন্দোপাধ্যায়।
advertisement
3/7
লক্ষ্মী এল ঘরে'র বিশেষ প্রদর্শনীতে অংশ নিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘চলচ্চিত্র শুধুমাত্র গল্প বলার একটি মাধ্যম নয়, বাস্তব সমাজের দর্পণ হিসেবেও কাজ করে। বর্তমান সময়ে সামাজিক বার্তা দেওয়ার জন্য সিনেমা একটি অন্যতম মাধ্যম। ‘নন্দন-২’ প্রেক্ষাগৃহে ‘লক্ষ্মী এলো ঘরে’-এর ডিরেক্টরস কাট প্রিভিউয়ে অংশগ্রহণ করলাম।’’ 
লক্ষ্মী এল ঘরে'র বিশেষ প্রদর্শনীতে অংশ নিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘চলচ্চিত্র শুধুমাত্র গল্প বলার একটি মাধ্যম নয়, বাস্তব সমাজের দর্পণ হিসেবেও কাজ করে। বর্তমান সময়ে সামাজিক বার্তা দেওয়ার জন্য সিনেমা একটি অন্যতম মাধ্যম। ‘নন্দন-২’ প্রেক্ষাগৃহে ‘লক্ষ্মী এলো ঘরে’-এর ডিরেক্টরস কাট প্রিভিউয়ে অংশগ্রহণ করলাম।’’
advertisement
4/7
বাংলার নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করেছে তা অনস্বীকার্য। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’র মতো একাধিক প্রকল্প নারীদের স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।‘আনন্দধারা’, ‘সবুজ সাথী’, ‘বাংলার বাড়ি’, ‘স্বাস্থ্য সাথী’র মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প- মানুষের উন্নয়নের কথা বলে।
বাংলার নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করেছে তা অনস্বীকার্য। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’র মতো একাধিক প্রকল্প নারীদের স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।‘আনন্দধারা’, ‘সবুজ সাথী’, ‘বাংলার বাড়ি’, ‘স্বাস্থ্য সাথী’র মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প- মানুষের উন্নয়নের কথা বলে।
advertisement
5/7
কেন্দ্র সরকারের ১.৯৬ লক্ষ কোটি আটকে রাখলেও, মা-মাটি-মানুষের সরকার মানুষকে বঞ্চিত করেনি। ‘লক্ষ্মী এল ঘরে’র গল্প হয়ে উঠেছে বাংলার নারীদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
কেন্দ্র সরকারের ১.৯৬ লক্ষ কোটি আটকে রাখলেও, মা-মাটি-মানুষের সরকার মানুষকে বঞ্চিত করেনি। ‘লক্ষ্মী এল ঘরে’র গল্প হয়ে উঠেছে বাংলার নারীদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
advertisement
6/7
ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালি নিয়ে জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালি তুলে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন বুথে বুথে গিয়ে মানুষকে তারা এই সংক্রান্ত তথ্যচিত্র দেখাবে। সেই তথ্যচিত্র তৈরি করেছেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেত্রী এতে অভিনয় করেছেন।
ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালি নিয়ে জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালি তুলে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন বুথে বুথে গিয়ে মানুষকে তারা এই সংক্রান্ত তথ্যচিত্র দেখাবে। সেই তথ্যচিত্র তৈরি করেছেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেত্রী এতে অভিনয় করেছেন।
advertisement
7/7
একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সাথে এই তথ্যচিত্র দেখেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের অনেক মানুষ অবহিত নয় কত স্কিম রয়েছে সরকারের তাদের জন্যে। সরকার কীভাবে সেই সব মানুষের পাশে দাঁড়ান। এগুলো এই তথ্যচিত্রের মাধ্যমে মানুষকে জানানো ও দেখানো হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ইস্যুতেও এদিন ফের সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সাথে এই তথ্যচিত্র দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, রাজ্যের অনেক মানুষ অবহিত নয় কত স্কিম রয়েছে সরকারের তাদের জন্যে। সরকার কীভাবে সেই সব মানুষের পাশে দাঁড়ান। এগুলো এই তথ্যচিত্রের মাধ্যমে মানুষকে জানানো ও দেখানো হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ইস্যুতেও এদিন ফের সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
advertisement