হোম » ছবি » খেলা » আইপিএলের মিস্ট্রি গার্ল! এই সুন্দরীর রূপের ঝলকে ঘায়েল ক্রিকেটভক্তরা

IPL 2021: আইপিএলের মিস্ট্রি গার্ল! এই সুন্দরীর রূপের ঝলক বাড়িয়ে দিচ্ছে ক্রিকেটভক্তদের হৃদস্পন্দন

  • 15

    IPL 2021: আইপিএলের মিস্ট্রি গার্ল! এই সুন্দরীর রূপের ঝলক বাড়িয়ে দিচ্ছে ক্রিকেটভক্তদের হৃদস্পন্দন

    আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এখনও তেমন সুবিধা করতে পারেনি। তাদের খারাপ পারফরম্যান্স এখনও চলছে। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরেছে হায়দরাবাদ। তবে এই ম্যাচেও আইপিএলের মিস্ট্রি গার্ল নিজের দলের জন্য গলা ফাটাতে ছাড়েননি। তিনি সব সময়ই দলের পাশে থেকেছেন। এদিনও সানরাইজার্সের ব্যাটারদের প্রতিটা শটে তিনি চিয়ার লিডারের মতোই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এই সুন্দরীর পরিচয় এখন আর ক্রিকেটভক্তদের কাছে অজানা নয়।

    MORE
    GALLERIES

  • 25

    IPL 2021: আইপিএলের মিস্ট্রি গার্ল! এই সুন্দরীর রূপের ঝলক বাড়িয়ে দিচ্ছে ক্রিকেটভক্তদের হৃদস্পন্দন

    কাব্যা মারান। সানরাইজার্স হায়দরাবাদের সিইও এই সুন্দরী। সানরাইজার্সের ম্যাচে যাঁকে প্রায়ই দেখা যায়। দল খারাপ পারফর্ম করলে তিনি মুষড়ে পড়েন। আবার দলের জয়ে তিনি বাচ্চাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেন। মাঝে মধ্যেই তাঁর রূপের ঝলক দেখা যায় জায়ান্ট স্ক্রিনে।

    MORE
    GALLERIES

  • 35

    IPL 2021: আইপিএলের মিস্ট্রি গার্ল! এই সুন্দরীর রূপের ঝলক বাড়িয়ে দিচ্ছে ক্রিকেটভক্তদের হৃদস্পন্দন

    সানরাইজার্স হায়দরাবাদের স্পনসর সান গ্রুপ-এর কর্ণধার কলানিধি মারানের মেয়ে কাব্য়া। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের ভাইঝি। তিনি সানরাইজার্স দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

    MORE
    GALLERIES

  • 45

    IPL 2021: আইপিএলের মিস্ট্রি গার্ল! এই সুন্দরীর রূপের ঝলক বাড়িয়ে দিচ্ছে ক্রিকেটভক্তদের হৃদস্পন্দন

    ২০১৮ সালে তাঁকে প্রথমবার আইপিএলে সানরাইজার্সের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল। ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা রয়েছে। আইপিএলের নিলামেও তিনি নজর কেড়েছিলেন।

    MORE
    GALLERIES

  • 55

    IPL 2021: আইপিএলের মিস্ট্রি গার্ল! এই সুন্দরীর রূপের ঝলক বাড়িয়ে দিচ্ছে ক্রিকেটভক্তদের হৃদস্পন্দন

    এমবিএ করার পর বাবার সংস্থায় ইন্টার্ন হিসাবে কাজ করেছিলেন কাব্যা। আসলে তিনি চেয়েছিলেন, বাবার ব্যবসা সামলানোর আগে সেটা সম্পর্কে সব কিছু জেনে নিতে। কাব্যা এখন সান টিভি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি সংস্থার ওটিটি প্ল্যাটফর্ম-এর দায়িত্বও সামলান।

    MORE
    GALLERIES