IPL এ শতরানকারী ইংলিশ ক্রিকেটারদের তালিকায় এবার জস বাটলার

Last Updated:
রাজস্থান রয়্যালসের জার্সিতে ঝকঝকে জস বাটলার৷
1/4
জস বাটলার নাকি ফর্মে নেই, এই মরশুমের আইপিএলে (IPL 2021) একাধিকবার এই প্রশ্ন উঠেছে ৷ কিন্তু ফর্মে ফেরার একেবারে চরম প্রমাণ দিচ্ছেন তিনি একেবারে শতরান হাঁকিয়ে দিলেন তিনি৷ ইংলিশ এই ক্রিকেটারের এই আইপিএলে এটা তাঁর প্রথম শতরান৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন৷
জস বাটলার নাকি ফর্মে নেই, এই মরশুমের আইপিএলে (IPL 2021) একাধিকবার এই প্রশ্ন উঠেছে ৷ কিন্তু ফর্মে ফেরার একেবারে চরম প্রমাণ দিচ্ছেন তিনি একেবারে শতরান হাঁকিয়ে দিলেন তিনি৷ ইংলিশ এই ক্রিকেটারের এই আইপিএলে এটা তাঁর প্রথম শতরান৷ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন৷
advertisement
2/4
জস বাটলার চতুর্থ রাজস্থান রয়্যালস প্লেয়ার হিসেবে এই শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ১১টি চার ও ৮ টি ছয় দিয়ে৷ তাঁর শতরানের ইনিংসে ৬৪ বলে ১২৪ রানের৷ সানরাইজার্স হায়দরাবাদের Sunrisers Hyderabad (SRH) বিরুদ্ধে তিনি এই শতরান করলেন৷
জস বাটলার চতুর্থ রাজস্থান রয়্যালস প্লেয়ার হিসেবে এই শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ১১টি চার ও ৮ টি ছয় দিয়ে৷ তাঁর শতরানের ইনিংসে ৬৪ বলে ১২৪ রানের৷ সানরাইজার্স হায়দরাবাদের Sunrisers Hyderabad (SRH) বিরুদ্ধে তিনি এই শতরান করলেন৷
advertisement
3/4
তিনি ছাড়া যে ইংলিশ ক্রিকেটার শতরান করেছেন তিনি হলেন কেভিন পিটারসন ৷ তিনি দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ম্যাচ জয়ী শতরান করেছিলেন৷
তিনি ছাড়া যে ইংলিশ ক্রিকেটার শতরান করেছেন তিনি হলেন কেভিন পিটারসন ৷ তিনি দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ম্যাচ জয়ী শতরান করেছিলেন৷
advertisement
4/4
এছাড়া বেন স্টোকস ২ টি শতরান করেছেন একটি ছিল সানরাইজার্স পুণের জার্সিতে আর একটি ছিল রাজস্থান রয়্যালসের জার্সিতে৷ এদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে আর শতরান করেছেন অজিঙ্ক রাহানে ও সঞ্জু স্যামসন ৷
এছাড়া বেন স্টোকস ২ টি শতরান করেছেন একটি ছিল সানরাইজার্স পুণের জার্সিতে আর একটি ছিল রাজস্থান রয়্যালসের জার্সিতে৷ এদিকে রাজস্থান রয়্যালসের জার্সিতে আর শতরান করেছেন অজিঙ্ক রাহানে ও সঞ্জু স্যামসন ৷
advertisement
advertisement
advertisement