IPL 2021; RR vs PBKS IPL 2021; RR vs PBKS Yashasvi Jaiswal: বুড়ো নয়, জোয়ানদের দাপাদাপি আইপিএলে! মারকাটারি ব্যাটিং 'ফুচকাওয়ালা'র
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal: কখনও ডেয়ারিতে কাজ করেছেন, কখনও ফুচকা বিক্রি করেছেন। রাজস্থানের যশস্বীর জীবন নিয়ে ভবিষ্যতে সিনেমা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
সকালে প্র্যাকটিস, বিকেলে ফুচকা বিক্রি। এটাই ছিল তাঁর রোজনামচা। কখনও হার মানেননি। মুম্বইয়ের আজাদ ময়দানে অন্ধকার তাঁবুতে থেকেছেন। একটা সময় থাকার ঘরও ছিল না তাঁর। সেখান থেকে আইপিএলের মঞ্চ। যশস্বী জয়সওয়ালের জীবন নিয়ে ভবিষ্যতে সিনেমা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজস্থান রয়্যালসে ডাক পাওয়াটা তো তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার থেকে কম কিছু নয়।
advertisement
advertisement
advertisement
advertisement