Coronavirus Second Wave: চাইলেই দুম করে বন্ধ হবে না আইপিএল, জেনে নিন হাজার কোটি টাকার ক্রিকেট অর্থনীতি

Last Updated:
করোনা অতিমারির মধ্যে আইপিএলের মতো টুর্নামেন্ট কী করে আয়োজন করা যায় তা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠছিল এবার করোনা সংক্রমণ সংরক্ষিত বায়ো বাবলে ঢুকে যাওয়ায় পরিস্থিতি আরও বিপাকে৷
1/4
 আইপিএলের ১৪ তম মরশুমে  (IPL 2021)  করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে পড়ে গেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) -র দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী  (Varun Chakravarthy)  এবং সন্দীপ ওয়ারিয়র (Sandeep Warrier) ৷ তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে৷ এর ধাক্কায় নির্ধারিত সূচি অনুযায়ি কেকেআর বনাম আরসিবি ম্যাচও খেলা হচ্ছে না৷ এছাড়াও চেন্নাই সুপার কিংসের তিনজনের করোনা পজিটিভ হয়েছেন৷ আইপিএলের বায়ো বাবল প্রশ্নের মুখে৷
আইপিএলের ১৪ তম মরশুমে (IPL 2021) করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে পড়ে গেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) -র দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং সন্দীপ ওয়ারিয়র (Sandeep Warrier) ৷ তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে৷ এর ধাক্কায় নির্ধারিত সূচি অনুযায়ি কেকেআর বনাম আরসিবি ম্যাচও খেলা হচ্ছে না৷ এছাড়াও চেন্নাই সুপার কিংসের তিনজনের করোনা পজিটিভ হয়েছেন৷ আইপিএলের বায়ো বাবল প্রশ্নের মুখে৷
advertisement
2/4
করোনা অতিমারির মধ্যে আইপিএলের মতো টুর্নামেন্ট কী করে আয়োজন করা যায় তা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠছিল এবার করোনা সংক্রমণ সংরক্ষিত বায়ো বাবলে ঢুকে যাওয়ায় পরিস্থিতি আরও বিপাকে৷ কিন্তু মনে করলেই আইপিএলের মতো মিলিয়ন ডলার টুর্নামেন্ট বন্ধ করা যাবে না৷ বিশ্বের মোট ক্রিকেট অর্থনীতি ১৫ হাজার কোটি টাকার৷ তার ৩৩ শতাংশই আসে আইপিএল থেকে৷ অর্থনীতির ৫ হাজার কোটি টাকার যোগান তাই এখান থেকেই৷ তাই অন্য ক্রিকেট বোর্ডরাও চাইছে এই টুর্নামেন্ট হোক৷
করোনা অতিমারির মধ্যে আইপিএলের মতো টুর্নামেন্ট কী করে আয়োজন করা যায় তা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠছিল এবার করোনা সংক্রমণ সংরক্ষিত বায়ো বাবলে ঢুকে যাওয়ায় পরিস্থিতি আরও বিপাকে৷ কিন্তু মনে করলেই আইপিএলের মতো মিলিয়ন ডলার টুর্নামেন্ট বন্ধ করা যাবে না৷ বিশ্বের মোট ক্রিকেট অর্থনীতি ১৫ হাজার কোটি টাকার৷ তার ৩৩ শতাংশই আসে আইপিএল থেকে৷ অর্থনীতির ৫ হাজার কোটি টাকার যোগান তাই এখান থেকেই৷ তাই অন্য ক্রিকেট বোর্ডরাও চাইছে এই টুর্নামেন্ট হোক৷
advertisement
3/4
২০১৯ সালে আইপিএলের ভ্যালু ছিল ৪৭ হাজার কোটি টাকা৷ এই বছরের আইপিএল থেকেই ৩ হাজার কোটি টাকা বা তার চেয়ে বেশি রোজগার হবে এমন হিসেব ছিল৷ বোর্ড এরমধ্যে ২০০০ বেশি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করিয়েছে৷ ম্যাচে যাঁরা খেলেন, কোচ থাকেন ,স্টাফ থাকেন তাঁরা টাকা পান৷ যদি আইপিএল বাতিল হয় তাহলে বোর্ডের রোজগার এক ধাক্কায় হু হু করে নেমে আসবে৷
২০১৯ সালে আইপিএলের ভ্যালু ছিল ৪৭ হাজার কোটি টাকা৷ এই বছরের আইপিএল থেকেই ৩ হাজার কোটি টাকা বা তার চেয়ে বেশি রোজগার হবে এমন হিসেব ছিল৷ বোর্ড এরমধ্যে ২০০০ বেশি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করিয়েছে৷ ম্যাচে যাঁরা খেলেন, কোচ থাকেন ,স্টাফ থাকেন তাঁরা টাকা পান৷ যদি আইপিএল বাতিল হয় তাহলে বোর্ডের রোজগার এক ধাক্কায় হু হু করে নেমে আসবে৷
advertisement
4/4
কোভিড কালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা যেতে না করে দিয়েছিল৷ কিন্তু তারা ভারতের সঙ্গে ছিল৷ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সপক্ষে বিবৃতি জারি করেছে, ইংল্যান্ড ভারতে খেলার জন্য নিজের ক্রিকেটারদের অনুমতি দিয়েছে৷ ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তার ফলে ২ হাজার কোটি টাকা মূল্য ছিল সেই টুর্নামেন্টটার৷ সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন তাঁদের বিদেশি ক্রিকেটাররা সকলেই খুশি, তাঁদের আইপিএল নিয়ে কোনও অভিযোগ নেই৷
কোভিড কালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা যেতে না করে দিয়েছিল৷ কিন্তু তারা ভারতের সঙ্গে ছিল৷ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সপক্ষে বিবৃতি জারি করেছে, ইংল্যান্ড ভারতে খেলার জন্য নিজের ক্রিকেটারদের অনুমতি দিয়েছে৷ ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তার ফলে ২ হাজার কোটি টাকা মূল্য ছিল সেই টুর্নামেন্টটার৷ সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন তাঁদের বিদেশি ক্রিকেটাররা সকলেই খুশি, তাঁদের আইপিএল নিয়ে কোনও অভিযোগ নেই৷
advertisement
advertisement
advertisement