এদিন বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৬৫ রান তুলেছিল আরসিবি। জবাবে মুম্বইয়ের রোহিত শর্মা ২৮ বলে ৪৩ রান করে ভাল শুরুকরেন। কিন্তু মুম্বইয়ের ব্যাটিং লাইন এদিন ভাল পারফর্ম করতে পারেনি। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। শেষের ৪ ভারে ৬০ রান দরকার ছিল মুম্বইয়ের। এই পরিস্থিতিতে হর্ষল প্যাটেল বোলিংয়ে আসেন। প্রথম বলে পান্ডিয়া ক্যাচ দেন। পোলার্ড বোল্ড হন দ্বিতীয় বলে। রাহুল চাহার এলবিডব্লু তিন নম্বর বলে। হ্যাটট্রিক করেন হার্ষাল!