IPL 2021: বড় রহস্য ফাঁস, এবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
CSK In Ipl 2021: এবারও কি তা হলে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস! কেন এমন বলা হল হঠাত্ করে!
advertisement
গতবার আইপিএলে সব থেকে খারাপ পারফর্ম করেছিল সিএসকে। তবে এবার সিএসকে যেন আগের ফর্মে। আরসিবিকে হারিয়ে ইতিমধ্যে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। আর এদিন সিএসকের কোচ এরিক সিমন্স একটি রহস্য ফাঁস করে দিলেন। তিনি জানিয়ে দিলেন, চেন্নাই এবার স্ট্র্যাটেজি বদল করেছে। আর তাতেই এখনও পর্যন্ত সফল।
advertisement
advertisement
advertisement
সিমন্স আরও বলেছেন, ধোনির নেতৃত্বাধীন সিএসকে গতবারের ভুল থেকে শিক্ষা নিয়েছে। তাই এবার আইপিএলের দ্বিতীয় পর্বের শুরু থেকেই স্ট্র্যাটেজি বদলে খেলছে চেন্নাই। পর পর দুই ম্যাচে জয় এসেছে সেই স্ট্র্যাটেজি বদলের ফলে। তা হলে কি এবারও চ্যাম্পিয়ন চেন্নাই! অনেকেই মনে করছেন, ধোনির এটাই শেষ আইপিএল। আর তাই চেন্নাই এবারের আইপিএল জেতার জন্য আরও বেশি মরিয়া বলেও মনে করেন অনেকে।