Bomb Cyclone Alert: আর রক্ষে নেই...! ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! কী এই 'বম্ব সাইক্লোন'? রাক্ষুসে ঝড়-বৃষ্টি উড়িয়ে দেবে সব! বাংলায় কী হবে? রইল মেগা আপডেট

Last Updated:
Bomb Cyclone Alert: ধেয়ে আসছে মহাবিপর্যয়৷ ইতিমধ্যেই ভয়ানক এক সাইক্লোন আসতে চলেছে৷ যার নাম বম্ব সাইক্লোন৷ এই সাইক্লোন এলে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়। স্বল্পসময়ের মধ্যেই ভয়ানক ঝড়-বৃষ্টিতে ধুয়ে-মুছে যায় সব।
1/6
ধেয়ে আসছে মহাবিপর্যয়৷ ইতিমধ্যেই ভয়ানক এক সাইক্লোন আসতে চলেছে৷ যার নাম বম্ব সাইক্লোন৷ নামের মধ্যেই যেন কোথায় একটা ভয় লুকিয়ে রয়েছে৷ এটা যেমন তেমন সাইক্লোন নয়৷ এই সাইক্লোন অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যা সবচেয়ে বেশি ভয় ধরাচ্ছে৷
ধেয়ে আসছে মহাবিপর্যয়৷ ইতিমধ্যেই ভয়ানক এক সাইক্লোন আসতে চলেছে৷ যার নাম বম্ব সাইক্লোন৷ নামের মধ্যেই যেন কোথায় একটা ভয় লুকিয়ে রয়েছে৷ এটা যেমন তেমন সাইক্লোন নয়৷ এই সাইক্লোন অনেক বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যা সবচেয়ে বেশি ভয় ধরাচ্ছে৷
advertisement
2/6
সারাদেশে বর্ষা বিদায়ের সঙ্গে  এবং শীতের শুরুর আগে ঘূর্ণিঝড়ের বিরাট আশঙ্কা দেখা দিয়েছে।বাংলাতে ইতিমধ্যেই শীতের ইনিংস শুরু হয়ে গেছে৷ গোটা মাস জুড়েই তাপমাত্রা ১৯ ডিগ্রির মধ্যেই থাকবে৷  তবে শীতের মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়ে ফের চিন্তা বাড়ছে৷
সারাদেশে বর্ষা বিদায়ের সঙ্গে এবং শীতের শুরুর আগে ঘূর্ণিঝড়ের বিরাট আশঙ্কা দেখা দিয়েছে।বাংলাতে ইতিমধ্যেই শীতের ইনিংস শুরু হয়ে গেছে৷ গোটা মাস জুড়েই তাপমাত্রা ১৯ ডিগ্রির মধ্যেই থাকবে৷ তবে শীতের মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়ে ফের চিন্তা বাড়ছে৷
advertisement
3/6
তবে এবার বিরাট এক বিপর্যয় নিয়ে আশঙ্কা শুরু হয়েছে৷ বম্ব সাইক্লোনকে ইনটেনস উইন্টার স্টর্ম বলেও উল্লেখ করেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। এই সাইক্লোন এলে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়। স্বল্পসময়ের মধ্যেই ভয়ানক ঝড়-বৃষ্টিতে ধুয়ে-মুছে যায় সব।
তবে এবার বিরাট এক বিপর্যয় নিয়ে আশঙ্কা শুরু হয়েছে৷ বম্ব সাইক্লোনকে ইনটেনস উইন্টার স্টর্ম বলেও উল্লেখ করেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। এই সাইক্লোন এলে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়। স্বল্পসময়ের মধ্যেই ভয়ানক ঝড়-বৃষ্টিতে ধুয়ে-মুছে যায় সব।
advertisement
4/6
এই ঝড়ের ভয়াবহতার কথা মাথায় রেখেই এর নাম 'বম্ব সাইক্লোন' দেওয়া হয়েছে। যা আচমকা বোমার মতো ফেটে পড়ে৷ এবারে মার্কিন দেশের উপকূলে এই ভয়ানক দুর্যোগ ঘটতে চলেছে। ওরেগন ও ওয়াশিংটন-এই দুই শহরের উপর এবার ভয়ানক খারাপ প্রভাব পড়তে চলেছে। ওরেগনে ৫ ট্রিলিয়ন ও ওয়াশিংটনে ৩ ট্রিলিয়ন গ্যালন জলে প্লাবিত হবে!
এই ঝড়ের ভয়াবহতার কথা মাথায় রেখেই এর নাম 'বম্ব সাইক্লোন' দেওয়া হয়েছে। যা আচমকা বোমার মতো ফেটে পড়ে৷ এবারে মার্কিন দেশের উপকূলে এই ভয়ানক দুর্যোগ ঘটতে চলেছে। ওরেগন ও ওয়াশিংটন-এই দুই শহরের উপর এবার ভয়ানক খারাপ প্রভাব পড়তে চলেছে। ওরেগনে ৫ ট্রিলিয়ন ও ওয়াশিংটনে ৩ ট্রিলিয়ন গ্যালন জলে প্লাবিত হবে!
advertisement
5/6
কী এই বম্ব সাইক্লোন? বম্ব সাইক্লোন শব্দটি আসল আবহাওয়া সংক্রান্ত শব্দ "বোম্বোজেনেসিস" থেকে এসেছে। ফক্স নিউজের আবহাওয়াবিদ অ্যাবি একোনের মতে, এটি একটি ঝড়ের সিস্টেমের বর্ণনা করে যা শক্তিতে বিস্ফোরিত হয়, বিশেষত ২৪ ঘণ্টার ব্যবধানে কমপক্ষে ২৪ মিলিবার বা তার বেশি চাপ পড়ে।
কী এই বম্ব সাইক্লোন? বম্ব সাইক্লোন শব্দটি আসল আবহাওয়া সংক্রান্ত শব্দ "বোম্বোজেনেসিস" থেকে এসেছে। ফক্স নিউজের আবহাওয়াবিদ অ্যাবি একোনের মতে, এটি একটি ঝড়ের সিস্টেমের বর্ণনা করে যা শক্তিতে বিস্ফোরিত হয়, বিশেষত ২৪ ঘণ্টার ব্যবধানে কমপক্ষে ২৪ মিলিবার বা তার বেশি চাপ পড়ে।
advertisement
6/6
এই বম্ব সাইক্লোনের জেরে আর কী কীহতে পারে? এর জেরে মারাত্মক বৃষ্টিপাত এবং যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, হতে পারে মাডস্লাইড বা ল্যান্ডস্লাইড। এমনকি পাহাড়েও প্রবল তুষারপাত হতে পারে৷
এই বম্ব সাইক্লোনের জেরে আর কী কীহতে পারে? এর জেরে মারাত্মক বৃষ্টিপাত এবং যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, হতে পারে মাডস্লাইড বা ল্যান্ডস্লাইড। এমনকি পাহাড়েও প্রবল তুষারপাত হতে পারে৷
advertisement
advertisement
advertisement