Bangladesh News: পিঠে পাখনা, পাখি না মাছ? জেলের ভাগ্য বদলে দিল জল থেকে উঠে আসা এই প্রাণী!

Last Updated:
Bangladesh News: বাংলাদেশের নদীতে ফের দেখা মিলল সামুদ্রিক পাখি মাছের। প্রায় ৯ ফুট লম্বা মাছটি সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
1/5
বাংলাদেশের নদীতে ফের দেখা মিলল সামুদ্রিক পাখি মাছের। প্রায় ৯ ফুট লম্বা মাছটি সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়েছে বলে জানা গিয়েছে। যে মৎস্যজীবীর জালে মাছটি ধরা পড়ে, তিনি এলাকার লোকজনের কাছে মাছটি ৫০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় বিক্রি করেন।
বাংলাদেশের নদীতে ফের দেখা মিলল সামুদ্রিক পাখি মাছের। প্রায় ৯ ফুট লম্বা মাছটি সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়েছে বলে জানা গিয়েছে। যে মৎস্যজীবীর জালে মাছটি ধরা পড়ে, তিনি এলাকার লোকজনের কাছে মাছটি ৫০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় বিক্রি করেন।
2/5
মাছটি আগে কখনও এই অঞ্চলের মানুষ দেখেননি। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলে দাবি করেছেন। ফলে মাছটি দেখার জন্য এলাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন।
মাছটি আগে কখনও এই অঞ্চলের মানুষ দেখেননি। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলে দাবি করেছেন। ফলে মাছটি দেখার জন্য এলাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন।
3/5
মাছটির পিঠে বিশাল আকারের পাখনা রয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ একে পাখি মাছও বলে থাকেন, আবার কেউ বলেন গাং চ্যালা। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু এর একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিশ বলে মনে করা হচ্ছে।
মাছটির পিঠে বিশাল আকারের পাখনা রয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ একে পাখি মাছও বলে থাকেন, আবার কেউ বলেন গাং চ্যালা। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু এর একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিশ বলে মনে করা হচ্ছে।
4/5
অনেকেই বলছেন, এই মাছটি সমুদ্রে থাকে, কিন্তু কোনও কারণে এটি নদীতে চলে এসেছে। তবে, ওই মৎস্যজীবী প্রথমে বুঝতে পারেননি তাঁর জালে সেইল ফিশ ধরা পড়েছে, পরে যখন বুঝতে পারেন, তিনি নিজেও সন্দিহান ছিলেন, এই মাছ বিক্রি করা যাবে কিনা, তা ভেবে।
অনেকেই বলছেন, এই মাছটি সমুদ্রে থাকে, কিন্তু কোনও কারণে এটি নদীতে চলে এসেছে। তবে, ওই মৎস্যজীবী প্রথমে বুঝতে পারেননি তাঁর জালে সেইল ফিশ ধরা পড়েছে, পরে যখন বুঝতে পারেন, তিনি নিজেও সন্দিহান ছিলেন, এই মাছ বিক্রি করা যাবে কিনা, তা ভেবে।
5/5
ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল ফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেইল ফিশ (Istiophorus albicans)। যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্য অনুযায়ী, সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী। মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্কসাপেক্ষে যা ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল ফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেইল ফিশ (Istiophorus albicans)। যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্য অনুযায়ী, সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী। মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্কসাপেক্ষে যা ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।