ভাড়ায় মিলছে বয়ফ্রেন্ড ৷ কিছুদিন হল এই রীতি চালু হয়েছে চিনে ৷ রেন্ট আ বয়ফ্রেন্ড নামে শুরু হয়েছে এই পরিষেবা ৷ শমিং মলে চালু হয়েছে এই ব্যবস্থা ৷ ঘন্টা মেপে নেওয়া হচ্ছে ভাড়া ৷ Photo Collected
advertisement
চিনের হিবাই প্রদেশে এমন ব্যবস্থা শুরু হওয়ায় খুশি অনেক মহিলাই ৷ চিনের অনেক মহিলাই বিয়ের করার দিকে ঝুঁকছেন না ৷ তাদের কথা ভেবে এই পরিষেবা শুরু হয়েছে ৷ শপিং মলগুলিতে পুরষেরা দাঁড়িয়ে থাকছেন একের পর এক ৷ পছন্দ মত তাদেরকে বেছে নেওয়া যাচ্ছে অর্থের বিনিময় ৷ Photo Collected
advertisement
মূলত আধ ঘণ্টা বা ১ ঘণ্টার জন্যই এই ভাড়া পাওয়া যাচ্ছে ৷ সরাসরি টাকা দিয়েই বন্ধু বেছে নেওয়া যাচ্ছে বা কিউআর কোড স্ক্যান করে দেওয়া যাচ্ছে টাকা ৷ এই কাজ পাওয়ার জন্য পুরুষদের ব্যক্তিত্ব বিচার করৈ হচ্ছে ৷ সুগঠন তো বটেই সঙ্গে অবিবাহিতরাই পাচ্ছেন এই সুযোগ ৷ Photo Collected
advertisement
শুধুমাত্র মল চত্বরেই এই বয়ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে পারবেন মহিলারা ৷ মহিলাদের কেনাকাটা করতে বা মলে তাদের ব্যাগ বয়ে দেওয়ার কাজ করছেন এই সব সুপুরুষেরা ৷ এছাড়াও সঙ্গীকে কোন ড্রেস বা ব্যাগ মানাবে, সেটা নির্ধারণ করতে সাহায্য করবে পুরুষ বন্ধুটি ৷ ঘুরতে ঘুরতে তাঁর ছবিও তুলে দেবেন ৷ অর্থাৎ সঙ্গ দেওয়া ও মলে যেই মহিলারা আসছেন তাদের সময়টা যাতে ভাল কাটে, সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা ৷ তবে সঙ্গীকে কোনরকম স্পর্ষ একেবারেই করা যাবে না ৷ Photo Collected
advertisement