Pori Moni: র্যাব হেফাজতে কেমন রয়েছেন পরীমনি ? জেনে নিন বাংলাদেশি অভিনেত্রীর আসল পরিচয়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
র্যাব সদর দফতরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷
মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পরীমনির সাত দিনের রিমান্ড চাওয়া হলেও তাঁর চার দিনের রিমান্ড মঞ্জু করে আদালত ৷ তিনি নিজের বাড়িতে দেশ-বিদেশের মদের বোতল রাখতেন বলে অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, ওয়াইন, ভদকা-সহ বিভিন্ন ধরনের বিদেশি মদের বোতল পাওয়া গিয়েছে পরীমনির বাড়িতে । এলএসডি থেকে আইসের মতো সাংঘাতিক মাদক ও তা সেবনের সরঞ্জামও পাওয়া গিয়েছে পরীমনির বাড়ি থেকেই। বুধবার বিকেলেই অভিনেত্রীকে আটক করে র্যাব ৷ Photo Courtesy: Pori Moni/Facebook
advertisement
বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর খবর অনুযায়ী র্যাব সদর দফতরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর ডিনারে পরীমনিকে দুটি সেদ্ধ ডিম, ভাত এবং সবজি দেওয়া হয় ৷ এছাড়া তাঁকে লেবুর সরবতও দেওয়া হয় ৷ সকালে ব্রেকফাস্টে পরীমনি খেয়েছিলেন পরোটা, গরুর মাংস এবং সেদ্ধ ডিম ৷ দুপুরে খেয়েছিলেন ভাত, মুরগির মাংস ও সবজি-ডাল ৷ জিজ্ঞাসাবাদের সময় তাঁর আচরণ ছিল স্বাভাবিক ৷ তদন্তকারী অফিসারদের সবরকম সাহায্যও তিনি করেছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পরীমনি। তাঁর আসল নাম শামসুন্নাহার স্মৃতি ৷ 'ভালোবাসা সীমাহীন' ছবির হাত ধরে বাংলাদেশের ছবিতে হাতেখড়ি পরীর। এছাড়াও 'আরও ভালোবাসব তোমায়' , 'মহুয়া সুন্দরী'র মতো হিট ছবিতে অভিনয় করেছেন পরীমনি। খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফিল্ম জগতে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী ৷ কিন্তু সেই সঙ্গে একের পর এক বিতর্কও পিছু ছাড়েনি তাঁর ৷
advertisement
বাংলাদেশের খুলনার সাতক্ষীরায় জন্ম হয় পরীমনির। খুব ছোটবেলাতেই বাবা-মাকে হারান পরী। এরপর দাদু শামসুল হকের কাছে বড় হন পরীমনি। সরকারি কলেজে বাংলা নিয়ে অনার্স পড়াকালীনই ঢাকা আসেন পরী। তারপর থেকেই শুরু হয় তাঁর উত্থানের কাহিনি। অনেকেরই দাবি, ঢাকায় পা রাখতেই পর পর ছবিতে যেমন সুযোগ পান পরিমনী, তেমনই শহরের অভিজাতদের সঙ্গে শুরু হয় তাঁর ওঠাবসা। কয়েক মাস আগেই ঢাকা বোট ক্লাবে তাঁকে খুন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। দুই অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমিকে গ্রেফতার করে পুলিশ। নাসির উদ্দিন এখন জামিনে মুক্ত। Photo: Collected