NASA Electric Aircraft Taxi Trial: আর মাত্র তিন বছর! যানজটের দিন শেষ করতে এয়ার ট্যাক্সির ট্রায়াল শুরু

Last Updated:
NASA Electric Aircraft Taxi Trial: এই ট্যাক্সির ট্রায়াল সফল হলে সাধারণ মানুষের যানজটে আটকে থাকার যন্ত্রণা কমবে।
1/5
আমেরিকার স্পেস এজেন্সি NASA এবার ইলেকট্রিক এয়ার ট্যাক্সির ট্রায়াল শুরু করে দিল। এই ট্যাক্সি ৯০ ডিগ্রিতে ল্যান্ড ও টেক অফ করতে পারবে। এই এয়ার ট্যাক্সির নাম রাখা হয়েছে eVTOL. ২০২৪ সাল নাগাদ এই এয়ার ট্যাক্সি লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার স্পেস এজেন্সি NASA এবার ইলেকট্রিক এয়ার ট্যাক্সির ট্রায়াল শুরু করে দিল। এই ট্যাক্সি ৯০ ডিগ্রিতে ল্যান্ড ও টেক অফ করতে পারবে। এই এয়ার ট্যাক্সির নাম রাখা হয়েছে eVTOL. ২০২৪ সাল নাগাদ এই এয়ার ট্যাক্সি লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
2/5
ভবিষ্যতে কখনও এয়ার ট্য়াক্সি পরিষেবা চালু হলে কী কী নিয়ম তৈরি করতে হবে তাও দেখা হবে ট্রায়ালে। এছাড়া মডেলিং ও সিমুলেশন-এর নিয়েও পরিকল্পনা করা হবে ট্রায়ালের পর। ট্রায়াল-এর রিপোর্টের এর উপরই এই ট্যাক্সির ভবিষ্যত্ নির্ভর করছে। নাসা অবশ্য এই ইকেলট্রিক ট্য়াক্সির ব্যাপারে বেশ আশাবাদী।
ভবিষ্যতে কখনও এয়ার ট্য়াক্সি পরিষেবা চালু হলে কী কী নিয়ম তৈরি করতে হবে তাও দেখা হবে ট্রায়ালে। এছাড়া মডেলিং ও সিমুলেশন-এর নিয়েও পরিকল্পনা করা হবে ট্রায়ালের পর। ট্রায়াল-এর রিপোর্টের এর উপরই এই ট্যাক্সির ভবিষ্যত্ নির্ভর করছে। নাসা অবশ্য এই ইকেলট্রিক ট্য়াক্সির ব্যাপারে বেশ আশাবাদী।
advertisement
3/5
অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি-তে এই এয়ার ট্যাক্সি অনেক পরিবর্তন আনতে পারে বলে মনে করছে নাসা। ট্রায়াল সফল হলে বছর তিনেকের মধ্যে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হবে আমেরিকার বিভিন্ন শহরে। তার পর এই এয়ার ট্যাক্সি পরিষেবা অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়তে পারে। এই এয়ার ট্যাক্সি ওড়ার সময় কতটা শব্দ করতে পারে তা ট্রায়ালে দেখা হবে। তাই এয়ারক্রাফট-এ ৫০টি মাইক্রোফোন লাগানো হয়েছে।
অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি-তে এই এয়ার ট্যাক্সি অনেক পরিবর্তন আনতে পারে বলে মনে করছে নাসা। ট্রায়াল সফল হলে বছর তিনেকের মধ্যে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হবে আমেরিকার বিভিন্ন শহরে। তার পর এই এয়ার ট্যাক্সি পরিষেবা অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়তে পারে। এই এয়ার ট্যাক্সি ওড়ার সময় কতটা শব্দ করতে পারে তা ট্রায়ালে দেখা হবে। তাই এয়ারক্রাফট-এ ৫০টি মাইক্রোফোন লাগানো হয়েছে।
advertisement
4/5
গত ১০ বছর ধরে এই প্রোজেক্ট-এ কাজ করছে জোবি অ্যাবিয়েশন নামের একটি সংস্থা। তারা এটিকে উড়ন্ত গাড়ি বলতেই বেশি অভ্যস্ত। অর্থাত্ ফ্লাইং কার। কারণ এই এয়ারক্রাফট মাটিতেও কিছুটা রাস্তা চাকায় ভর করে ছুটতে পারবে। বিভিন্ন শহরের মধ্যে এই এয়ার ট্য়াক্সির পরিষেবা চালু করার স্বপ্ন দেখছে সেই সংস্থা। তবে সবটাই নির্ভর করছে ট্রায়াল-এর উপর।
গত ১০ বছর ধরে এই প্রোজেক্ট-এ কাজ করছে জোবি অ্যাবিয়েশন নামের একটি সংস্থা। তারা এটিকে উড়ন্ত গাড়ি বলতেই বেশি অভ্যস্ত। অর্থাত্ ফ্লাইং কার। কারণ এই এয়ারক্রাফট মাটিতেও কিছুটা রাস্তা চাকায় ভর করে ছুটতে পারবে। বিভিন্ন শহরের মধ্যে এই এয়ার ট্য়াক্সির পরিষেবা চালু করার স্বপ্ন দেখছে সেই সংস্থা। তবে সবটাই নির্ভর করছে ট্রায়াল-এর উপর।
advertisement
5/5
১ সেপ্টেম্বর থেকে এই ট্যাক্সির ট্রায়াল শুরু হয়েছে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। যাত্রী ও মালপত্র বহনের কাজ করবে এই ট্যাক্সি। ফাইনাল ট্রায়ালের পরই বোঝা যাবে, এই এয়ার ট্যাক্সি আকাশে ওড়ার জন্য কতটা তৈরি! ক্যালিফোর্নিয়ায় চলছে ট্রায়াল। আশেপাশে শহরেও উড়ে পৌঁছবে এই এয়ার ট্যাক্সি। এই ট্যাক্সির ট্রায়াল সফল হলে সাধারণ মানুষের যানজটে আটকে থাকার যন্ত্রণা কমবে।
১ সেপ্টেম্বর থেকে এই ট্যাক্সির ট্রায়াল শুরু হয়েছে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। যাত্রী ও মালপত্র বহনের কাজ করবে এই ট্যাক্সি। ফাইনাল ট্রায়ালের পরই বোঝা যাবে, এই এয়ার ট্যাক্সি আকাশে ওড়ার জন্য কতটা তৈরি! ক্যালিফোর্নিয়ায় চলছে ট্রায়াল। আশেপাশে শহরেও উড়ে পৌঁছবে এই এয়ার ট্যাক্সি। এই ট্যাক্সির ট্রায়াল সফল হলে সাধারণ মানুষের যানজটে আটকে থাকার যন্ত্রণা কমবে।
advertisement
advertisement
advertisement