বিরাট বিপদ পৃথিবীর! ধেয়ে আসছে বিশাল পাথর, আছড়ে পড়লেই সব শেষ!

Last Updated:
Asteroid moving towards earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু।
1/5
কিছুদিন আগেই একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গিয়েছিল। এবার আরও একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ রিপোর্ট অনুযায়ি 2023 BU - ২১ জানুয়ারি রাত সাড়ে বারোটার সময় পার করে গিয়েছিল পৃথিবীকে৷ সেই অ্যাস্টরয়েড পৃথিবীর ৩৫০০ কিলোমিটার দূর থেকে গিয়েছিল৷ এর অর্থ ওই গ্রাহাণু পৃথিবীর চারপাশে থাকা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট থেকে ১০ গুণ কাছে এসে গিয়েছিল৷ এই পাথরের কারণে পৃথিবীর কোনও ক্ষতি হয়নি। কারণ সেটির আকার ছিল ১১ ফুট থেকে ২৮ ফুট অবধি৷ ৮২ ফুটের থেকে ছোট পাথর পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা মাত্রই জ্বলে যায়৷
কিছুদিন আগেই একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গিয়েছিল। এবার আরও একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ রিপোর্ট অনুযায়ি 2023 BU - ২১ জানুয়ারি রাত সাড়ে বারোটার সময় পার করে গিয়েছিল পৃথিবীকে৷ সেই অ্যাস্টরয়েড পৃথিবীর ৩৫০০ কিলোমিটার দূর থেকে গিয়েছিল৷ এর অর্থ ওই গ্রাহাণু পৃথিবীর চারপাশে থাকা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট থেকে ১০ গুণ কাছে এসে গিয়েছিল৷ এই পাথরের কারণে পৃথিবীর কোনও ক্ষতি হয়নি। কারণ সেটির আকার ছিল ১১ ফুট থেকে ২৮ ফুট অবধি৷ ৮২ ফুটের থেকে ছোট পাথর পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা মাত্রই জ্বলে যায়৷
advertisement
2/5
নাসা জানিয়েছে, গত কয়েরদিন ৬টি গ্রহাণু পৃথিবীর ধার ঘেঁষে বেরিয়েছে। তবে সেগুলি নিয়ে খুব একটা ভয়ের কিছু ছিল না। তবে এবার যে গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে তা নিয়ে উদ্বেগে রয়েছে নাসা-র মহাকাশ বিজ্ঞানীরা।
নাসা জানিয়েছে, গত কয়েরদিন ৬টি গ্রহাণু পৃথিবীর ধার ঘেঁষে বেরিয়েছে। তবে সেগুলি নিয়ে খুব একটা ভয়ের কিছু ছিল না। তবে এবার যে গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে তা নিয়ে উদ্বেগে রয়েছে নাসা-র মহাকাশ বিজ্ঞানীরা।
advertisement
3/5
Asteroid 2023 CY1 প্রবল গতিতে ধেয়ে আসছে। এই গ্রহাণুর গতি নিয়ে অ্যালার্ট জারি করেছে নাসা।
Asteroid 2023 CY1 প্রবল গতিতে ধেয়ে আসছে। এই গ্রহাণুর গতি নিয়ে অ্যালার্ট জারি করেছে নাসা।
advertisement
4/5
২৩৯৬৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে এই গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছিল।
২৩৯৬৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে এই গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছিল।
advertisement
5/5
বেশিরভাগ গ্রহাণুতে নিকেল ধাতুর আধিক্য থাকে। ফলে এমন গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায়। জানা গিয়েছে এই অ্যাস্ট্রয়েড চওড়ায় প্রায় ২৪০০ ফিট।
বেশিরভাগ গ্রহাণুতে নিকেল ধাতুর আধিক্য থাকে। ফলে এমন গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায়। জানা গিয়েছে এই অ্যাস্ট্রয়েড চওড়ায় প্রায় ২৪০০ ফিট।
advertisement
advertisement
advertisement