কিছুদিন আগেই একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গিয়েছিল।
এবার আরও একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ রিপোর্ট অনুযায়ি 2023 BU - ২১ জানুয়ারি রাত সাড়ে বারোটার সময় পার করে গিয়েছিল পৃথিবীকে৷ সেই অ্যাস্টরয়েড পৃথিবীর ৩৫০০ কিলোমিটার দূর থেকে গিয়েছিল৷ এর অর্থ ওই গ্রাহাণু পৃথিবীর চারপাশে থাকা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট থেকে ১০ গুণ কাছে এসে গিয়েছিল৷ এই পাথরের কারণে পৃথিবীর কোনও ক্ষতি হয়নি। কারণ সেটির আকার ছিল ১১ ফুট থেকে ২৮ ফুট অবধি৷ ৮২ ফুটের থেকে ছোট পাথর পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা মাত্রই জ্বলে যায়৷