তাঁর মেয়েকে বিয়ে করলেই মিলবে ৩ লক্ষ মার্কিন ডলার, তবে একটি শর্ত রেখেছেন ধনকুবের বাবা

Last Updated:
1/4
বাবা ধনকুবের৷ মেয়ে কারনিস্তাই তার ব্যবসা দেখাশোনা করেন৷ কিন্তু কাজ নিয়ে এতই ব্যস্ত মেয়ে যে ২৬ বছর বয়সের প্রেম করার সময়টুকু নেই৷ পাত্র খুঁজতে তাই এবার নিজেই উদ্যোগ নিলেন ধনকুবের বাবা৷
বাবা ধনকুবের৷ মেয়ে কারনিস্তাই তার ব্যবসা দেখাশোনা করেন৷ কিন্তু কাজ নিয়ে এতই ব্যস্ত মেয়ে যে ২৬ বছর বয়সের প্রেম করার সময়টুকু নেই৷ পাত্র খুঁজতে তাই এবার নিজেই উদ্যোগ নিলেন ধনকুবের বাবা৷
advertisement
2/4
তাইল্যান্ডের ব্যবসায়ী ৫৮ বছরের আরনন রোডথন জানিয়েছেন, উপযুক্ত পাত্র পেলেই তার সঙ্গে বিয়ে দেবেন মেয়ের৷ সঙ্গে তাকে দিয়ে দেবেন ব্যবসার দায়িত্ব, দেবেন ৩ লক্ষ মার্কিন ডলারও৷
তাইল্যান্ডের ব্যবসায়ী ৫৮ বছরের আরনন রোডথন জানিয়েছেন, উপযুক্ত পাত্র পেলেই তার সঙ্গে বিয়ে দেবেন মেয়ের৷ সঙ্গে তাকে দিয়ে দেবেন ব্যবসার দায়িত্ব, দেবেন ৩ লক্ষ মার্কিন ডলারও৷
advertisement
3/4
তবে একটি শর্ত রেখেছন তিনি৷ পাত্রকে হতে হবে পরিশ্রমী, মেয়েকে খুশি রাখতে হবে৷ তিনি জানান, পাত্রের জন্য কোনও ব্যাচেলরস, মাস্টার্স বা ফিলোজফারস ডিগ্রি তিনি চান না৷
তবে একটি শর্ত রেখেছন তিনি৷ পাত্রকে হতে হবে পরিশ্রমী, মেয়েকে খুশি রাখতে হবে৷ তিনি জানান, পাত্রের জন্য কোনও ব্যাচেলরস, মাস্টার্স বা ফিলোজফারস ডিগ্রি তিনি চান না৷
advertisement
4/4
আর মেয়ে কারনিস্তা কী বলছেন? তিনি জানান, প্রথম জেনেছিলাম আমার বন্ধুদের কাছ থেকে৷ তবে আমার রাগ হয়নি৷ বরং মজা লেগেছে বাবা এতদূর ভেবেছে দেখে৷
আর মেয়ে কারনিস্তা কী বলছেন? তিনি জানান, প্রথম জেনেছিলাম আমার বন্ধুদের কাছ থেকে৷ তবে আমার রাগ হয়নি৷ বরং মজা লেগেছে বাবা এতদূর ভেবেছে দেখে৷
advertisement
advertisement
advertisement