রাজবাড়ির বউ, তাই এগুলো আর করতে পারবেন না মেগান

Last Updated:
1/6
অভিনেত্রী । ফেমিনিস্ট । স্বেচ্ছাসেবী । এত দিন এইসব পরিচয় নিয়েই গর্বিত ছিলেন মেগান মর্কেল । রাজকুমার হ্যারিকে বিয়ের পর ব্যক্তি মেগানের পরিবর্তন না হলেও তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ডাচেস অফ সাসেক্স উপাধি । তার সঙ্গেই জীবনে জুড়ে গিয়েছে অলিখিত কিছু নিয়ম । জেনে নিন সেগুলো । ছবি: সংগৃহীত ।
অভিনেত্রী । ফেমিনিস্ট । স্বেচ্ছাসেবী । এত দিন এইসব পরিচয় নিয়েই গর্বিত ছিলেন মেগান মর্কেল । রাজকুমার হ্যারিকে বিয়ের পর ব্যক্তি মেগানের পরিবর্তন না হলেও তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ডাচেস অফ সাসেক্স উপাধি । তার সঙ্গেই জীবনে জুড়ে গিয়েছে অলিখিত কিছু নিয়ম । জেনে নিন সেগুলো । ছবি: সংগৃহীত ।
advertisement
2/6
অভিনেত্রীর জীবন মানেই দরাজ হাতে অটোগ্রাফ বিলোনো । রাজপরিবারের সদস্যরা অটোগ্রাফ দিতে পারেন না । সই জাল হওয়ার যুক্তিসঙ্গত কারণেই যা নিষিদ্ধ । ছবি: সংগৃহীত ।
অভিনেত্রীর জীবন মানেই দরাজ হাতে অটোগ্রাফ বিলোনো । রাজপরিবারের সদস্যরা অটোগ্রাফ দিতে পারেন না । সই জাল হওয়ার যুক্তিসঙ্গত কারণেই যা নিষিদ্ধ । ছবি: সংগৃহীত ।
advertisement
3/6
মোনাকোর রাজকুমার তৃতীয় রেনিয়ারকে বিয়ে করে হলিউড কেরিয়ার ছাড়তে হয়েছিল অভিনেত্রী গ্রেস কেলিকে । এটাই রাজপরিবারের রীতি । রাজকুমার হ্যারির সঙ্গে এনগেজমেন্টের আগেই অভিনয় ছেড়ে দিয়েছেন মেগান । ছবি: সংগৃহীত ।
মোনাকোর রাজকুমার তৃতীয় রেনিয়ারকে বিয়ে করে হলিউড কেরিয়ার ছাড়তে হয়েছিল অভিনেত্রী গ্রেস কেলিকে । এটাই রাজপরিবারের রীতি । রাজকুমার হ্যারির সঙ্গে এনগেজমেন্টের আগেই অভিনয় ছেড়ে দিয়েছেন মেগান । ছবি: সংগৃহীত ।
advertisement
4/6
হ্যারি-মেগানের এনগেজমেন্টের ছবি আসতেই সকলের চোখ গিয়েছিল মেগানের খোলা পায়ের দিকে । মেগান জানতেন না ন্যুড স্টকিংস ছাড়া প্রকাশ্যে আসার নিয়ম নেই রাজপরিবারের সদস্যদের । বিয়ের পর থেকে মেগান মেনে চলবেন সেই নিয়ম । ছবি: সংগৃহীত ।
হ্যারি-মেগানের এনগেজমেন্টের ছবি আসতেই সকলের চোখ গিয়েছিল মেগানের খোলা পায়ের দিকে । মেগান জানতেন না ন্যুড স্টকিংস ছাড়া প্রকাশ্যে আসার নিয়ম নেই রাজপরিবারের সদস্যদের । বিয়ের পর থেকে মেগান মেনে চলবেন সেই নিয়ম । ছবি: সংগৃহীত ।
advertisement
5/6
সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে মেগান সোচ্চার হয়েছেন বারবার । কিন্তু রাজপরিবারের সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হয় । তাই ভোটধিকার হারিয়েছেন মেগান । ছবি: সংগৃহীত ।
সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে মেগান সোচ্চার হয়েছেন বারবার । কিন্তু রাজপরিবারের সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হয় । তাই ভোটধিকার হারিয়েছেন মেগান । ছবি: সংগৃহীত ।
advertisement
6/6
মেগান মর্কেলের সোলো ট্রিপের ছবিতে ভরে রয়েছে সোশ্যাল মিডিয়া । রাজপরিবারের সদস্যরা কোথাও একা যেতে পারেন না । সবসময়ই সঙ্গে থাকবেন সার্ভিসমেন রা । ছবি: সংগৃহীত ।
মেগান মর্কেলের সোলো ট্রিপের ছবিতে ভরে রয়েছে সোশ্যাল মিডিয়া । রাজপরিবারের সদস্যরা কোথাও একা যেতে পারেন না । সবসময়ই সঙ্গে থাকবেন সার্ভিসমেন রা । ছবি: সংগৃহীত ।
advertisement
advertisement
advertisement