Marital Rape: বিশ্বের ৩২ দেশে জোর করে স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম কোনও অপরাধ নয়, আর ভারতে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈবাহিক ধর্ষণ (Marital Rape) নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের (Chhattisgarh HC on Marital Rape)।
বিয়ের পর স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে স্বামী যদি শারীরিক সম্পর্ক করেন, তবে তা ধর্ষণ নয়। বৈবাহিক ধর্ষণ নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের (Chhattisgarh HC on Marital Rape)। স্বামী যদি স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করে যৌন সঙ্গমে লিপ্ত হতে, তাহলে তাকে ধর্ষণ বলা যাবে না, একটি মামলার রায়ে এ কথা জানিয়েছে আদালত। এরই সঙ্গে বৈবাহিক ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করেছে আদালত। (প্রতীকী ছবি)
advertisement
এই প্রথম নয়। এ মাসের শুরুতে মুম্বইয়ের অতিরিক্ত দায়রা বিচারক ইচ্ছের বিরুদ্ধে স্বামীর যৌন সম্পর্ক স্থাপন নিয়ে মামলায় এটিকে আইনি তদন্তসাপেক্ষ নয় বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 'আইনত, তিনি স্বামী, ফলে বলে এটা বলা যাবে না যে তিনি কোনও অবৈধ কাজ করেছেন।' সেখানেও অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement
advertisement