Marital Rape: বিশ্বের ৩২ দেশে জোর করে স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম কোনও অপরাধ নয়, আর ভারতে?

Last Updated:
বৈবাহিক ধর্ষণ (Marital Rape) নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের (Chhattisgarh HC on Marital Rape)।
1/6
বিয়ের পর স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে স্বামী যদি শারীরিক সম্পর্ক করেন, তবে তা ধর্ষণ নয়। বৈবাহিক ধর্ষণ নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের (Chhattisgarh HC on Marital Rape)।  স্বামী যদি স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করে যৌন সঙ্গমে লিপ্ত হতে, তাহলে তাকে ধর্ষণ বলা যাবে না, একটি মামলার রায়ে এ কথা জানিয়েছে আদালত। এরই সঙ্গে বৈবাহিক ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করেছে আদালত। (প্রতীকী ছবি)
বিয়ের পর স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে স্বামী যদি শারীরিক সম্পর্ক করেন, তবে তা ধর্ষণ নয়। বৈবাহিক ধর্ষণ নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের (Chhattisgarh HC on Marital Rape)। স্বামী যদি স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করে যৌন সঙ্গমে লিপ্ত হতে, তাহলে তাকে ধর্ষণ বলা যাবে না, একটি মামলার রায়ে এ কথা জানিয়েছে আদালত। এরই সঙ্গে বৈবাহিক ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করেছে আদালত। (প্রতীকী ছবি)
advertisement
2/6
এই প্রথম নয়। এ মাসের শুরুতে মুম্বইয়ের অতিরিক্ত দায়রা বিচারক ইচ্ছের বিরুদ্ধে স্বামীর যৌন সম্পর্ক স্থাপন নিয়ে মামলায় এটিকে আইনি তদন্তসাপেক্ষ নয় বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 'আইনত, তিনি স্বামী, ফলে বলে এটা বলা যাবে না যে তিনি কোনও অবৈধ কাজ করেছেন।' সেখানেও অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। (প্রতীকী ছবি)
এই প্রথম নয়। এ মাসের শুরুতে মুম্বইয়ের অতিরিক্ত দায়রা বিচারক ইচ্ছের বিরুদ্ধে স্বামীর যৌন সম্পর্ক স্থাপন নিয়ে মামলায় এটিকে আইনি তদন্তসাপেক্ষ নয় বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 'আইনত, তিনি স্বামী, ফলে বলে এটা বলা যাবে না যে তিনি কোনও অবৈধ কাজ করেছেন।' সেখানেও অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। (প্রতীকী ছবি)
advertisement
3/6
বিশ্বের এমন ৩২টি দেশে আজও বৈবাহিক ধর্ষণ অর্থাৎ স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে স্বামীর যৌন মিলন আজও কোনও অপরাধ নয়। (প্রতীকী ছবি)
বিশ্বের এমন ৩২টি দেশে আজও বৈবাহিক ধর্ষণ অর্থাৎ স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে স্বামীর যৌন মিলন আজও কোনও অপরাধ নয়। (প্রতীকী ছবি)
advertisement
4/6
ভারতেও এটি অপরাধ নয়। শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধিন ৩৭৫ ধারায়, যদি স্ত্রীর বয়স যদি ১৮ বছরের কম হয়, তবেই সেই বৈবাহিক ধর্ষণ অপরাধ। (প্রতীকী ছবি)
ভারতেও এটি অপরাধ নয়। শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধিন ৩৭৫ ধারায়, যদি স্ত্রীর বয়স যদি ১৮ বছরের কম হয়, তবেই সেই বৈবাহিক ধর্ষণ অপরাধ। (প্রতীকী ছবি)
advertisement
5/6
বিশ্বের যে ৩২ টি দেশে বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়, সেগুলি হল-- পাকিস্তান, বাংলাদেশ, চিন, হাইতি, লাওস, মালি, মায়ানমার, সেনেগাল, তাজিকিস্তান, আফগানিস্তান, বোতসওয়ানা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ইরান, লেবানন, মালয়শিয়া, নাইজেরিয়া। (প্রতীকী ছবি)
বিশ্বের যে ৩২ টি দেশে বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়, সেগুলি হল-- পাকিস্তান, বাংলাদেশ, চিন, হাইতি, লাওস, মালি, মায়ানমার, সেনেগাল, তাজিকিস্তান, আফগানিস্তান, বোতসওয়ানা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ইরান, লেবানন, মালয়শিয়া, নাইজেরিয়া। (প্রতীকী ছবি)
advertisement
6/6
বাকি ১৬টি দেশ হল-- সিঙ্গাপুর, উগান্ডা, আলজেরিয়া, ব্রুনেই দারুসসালাম, ইজিপ্ট, কোট দেলভয়ের, লিবয়া, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ সুদান, ইয়েমেন, বাহরিন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইথিওপিয়া, কুয়েত। (প্রতীকী ছবি)
বাকি ১৬টি দেশ হল-- সিঙ্গাপুর, উগান্ডা, আলজেরিয়া, ব্রুনেই দারুসসালাম, ইজিপ্ট, কোট দেলভয়ের, লিবয়া, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ সুদান, ইয়েমেন, বাহরিন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইথিওপিয়া, কুয়েত। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement