World News: পৃথিবীর শেষ জায়গা নাকি এটিই! জানেন কী হতে থাকে এখানে? অবাক হওয়ার শেষ নেই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
World News: পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, সেখানে কী কী আছে, তা জানতে মানুষের আগ্রহের শেষ নেই।
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আমাদের এই পৃথিবীর শেষ কোথায়? বা আসলেই পৃথিবীর কোনো শেষ আছে কিনা? একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কতক্ষন সময় লাগতে পারে? অনেকেই হয়তো ভাবতে পারেন পুরো পৃথিবী পাড়ি দিতে একজন মানুষের সারা জীবন কেটে যাবে। কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, সেখানে কী কী আছে, তা জানতে মানুষের আগ্রহের শেষ নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
কেপ হর্ন- চিলির কেপহর্ন ড্রাক প্যাসেজের উত্তর সীমানায় অবস্থিত কেপ হর্ন এবং এই সেই জায়গা যেখানে অ্যান্টার্কটিক এবং প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে। এটি পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণের জায়গা। তবে নৌ চলাচলের জন্য এই জায়গা খুবই দুর্গম বলে মনে করা হয়। বেশ কিছু তদন্তকারী এই জায়গাটিকে পৃথিবীর শেষ হিসাবে বিবেচনা করে।