World News: পৃথিবীর শেষ জায়গা নাকি এটিই! জানেন কী হতে থাকে এখানে? অবাক হওয়ার শেষ নেই

Last Updated:
World News: পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, সেখানে কী কী আছে, তা জানতে মানুষের আগ্রহের শেষ নেই।
1/5
 কখনো কি মনে প্রশ্ন জেগেছে,  আমাদের এই পৃথিবীর শেষ  কোথায়?  বা  আসলেই পৃথিবীর কোনো শেষ আছে কিনা? একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কতক্ষন সময় লাগতে পারে? অনেকেই হয়তো ভাবতে পারেন পুরো পৃথিবী পাড়ি দিতে  একজন মানুষের সারা জীবন কেটে যাবে। কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, সেখানে কী কী আছে, তা জানতে মানুষের আগ্রহের শেষ নেই।
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আমাদের এই পৃথিবীর শেষ কোথায়? বা আসলেই পৃথিবীর কোনো শেষ আছে কিনা? একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কতক্ষন সময় লাগতে পারে? অনেকেই হয়তো ভাবতে পারেন পুরো পৃথিবী পাড়ি দিতে একজন মানুষের সারা জীবন কেটে যাবে। কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, সেখানে কী কী আছে, তা জানতে মানুষের আগ্রহের শেষ নেই।
advertisement
2/5
 ওয়েস্ট সাসেক্স - ইংল্যান্ডে অবস্থিত একটি দেশ হল ওয়েস্ট সাসেক্স। সাসেক্স পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় জায়গা। সাসেক্সের প্রাকৃতিক শোভা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর পশ্চিম সাসেক্স-এর নীচে এবং উপকূলীয় অঞ্চলে অনেকগুলি দেখার মতো জায়গা রয়েছে। এই দেশে প্রায় ২,২০০০ বাড়ি রয়েছে বলে জানা যায়।
ওয়েস্ট সাসেক্স - ইংল্যান্ডে অবস্থিত একটি দেশ হল ওয়েস্ট সাসেক্স। সাসেক্স পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় জায়গা। সাসেক্সের প্রাকৃতিক শোভা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর পশ্চিম সাসেক্স-এর নীচে এবং উপকূলীয় অঞ্চলে অনেকগুলি দেখার মতো জায়গা রয়েছে। এই দেশে প্রায় ২,২০০০ বাড়ি রয়েছে বলে জানা যায়।
advertisement
3/5
ইয়ামান পেনিনসুলা- রাশিয়ার সাইবেরীয় অঞ্চলে অবস্থিত এই অঞ্চল। ইয়ামান শব্দটির আক্ষরিক অর্থই হল 'পৃথিবীর শেষ'। আচমকা কিছু মৃত্যুর ঘটনা ঘটায় এই জায়গাটির কথা সংবাদমাধ্যমে উঠে আসে। তবে পরে জানা যায় যে, অতিরিক্ত মাত্রায় মিথেন গ্যাস থাকার জন্য এই ধারাবাহিক মৃত্যুর ঘটনা ঘটেছিল।
ইয়ামান পেনিনসুলা- রাশিয়ার সাইবেরীয় অঞ্চলে অবস্থিত এই অঞ্চল। ইয়ামান শব্দটির আক্ষরিক অর্থই হল 'পৃথিবীর শেষ'। আচমকা কিছু মৃত্যুর ঘটনা ঘটায় এই জায়গাটির কথা সংবাদমাধ্যমে উঠে আসে। তবে পরে জানা যায় যে, অতিরিক্ত মাত্রায় মিথেন গ্যাস থাকার জন্য এই ধারাবাহিক মৃত্যুর ঘটনা ঘটেছিল।
advertisement
4/5
বিচ হেড - ইংল্যান্ডের পূর্ব সাসেক্সের একটি জায়গা হল বিচ হেড। এই পর্বতটি ব্রিটেনের সর্বোচ্চ চক সমুদ্রের খাঁড়াই অঞ্চল। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবেও গণ্য করেন অনেকে। এটি অনেকের কাছে সুইসাইড পয়েন্ট হিসাবেও পরিচিত।
বিচ হেড - ইংল্যান্ডের পূর্ব সাসেক্সের একটি জায়গা হল বিচ হেড। এই পর্বতটি ব্রিটেনের সর্বোচ্চ চক সমুদ্রের খাঁড়াই অঞ্চল। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবেও গণ্য করেন অনেকে। এটি অনেকের কাছে সুইসাইড পয়েন্ট হিসাবেও পরিচিত।
advertisement
5/5
কেপ হর্ন- চিলির কেপহর্ন ড্রাক প্যাসেজের উত্তর সীমানায় অবস্থিত কেপ হর্ন এবং এই সেই জায়গা যেখানে অ্যান্টার্কটিক এবং প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে। এটি পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণের জায়গা। তবে নৌ চলাচলের জন্য এই জায়গা খুবই দুর্গম বলে মনে করা হয়। বেশ কিছু তদন্তকারী এই জায়গাটিকে পৃথিবীর শেষ হিসাবে বিবেচনা করে।
কেপ হর্ন- চিলির কেপহর্ন ড্রাক প্যাসেজের উত্তর সীমানায় অবস্থিত কেপ হর্ন এবং এই সেই জায়গা যেখানে অ্যান্টার্কটিক এবং প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে। এটি পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণের জায়গা। তবে নৌ চলাচলের জন্য এই জায়গা খুবই দুর্গম বলে মনে করা হয়। বেশ কিছু তদন্তকারী এই জায়গাটিকে পৃথিবীর শেষ হিসাবে বিবেচনা করে।
advertisement
advertisement
advertisement