Israel Iran War: ইজরায়েলের পয়লা নম্বর টার্গেট...কোথায় এই ‘নাতানজ’? যেখানে লুকনো ইরানের প্রাণ ভোমরা! গভীর মরুভূমিতে বালিতে অর্ধেক গাঁথা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইজরায়েলি হামলায় ইরানের তিন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর৷ এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্তা মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের অভিজাত রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান মোহাম্মদ বাঘেরি এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা প্রধান আলি শামখানি।
advertisement
advertisement
advertisement
মধ্য ইরানের মরু ময় ইসফাহান প্রদেশের মরু দেশের মাঝখানে প্রায় ১ লক্ষ স্কোয়ার মিটার জুড়ে ছড়িয়ে রয়েছে ইরানের এই পরমাণু গবেষণা কেন্দ্র৷ গবেষণা কেন্দ্রের অর্ধেকই বালির নীচে মাটির ভিতরে গাঁথা৷ এখানেই সম্প্রতি ইরান বেআইনি ভাবে ৯ হাজার ২৪৭ কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক পাইল করেছিল বলে অভিযোগ ইজরায়েলের৷ যা দিয়ে নাকি ১৫টি পরমাণু বোমা তৈরি করা যায়৷
advertisement
advertisement
advertisement
ইজরায়েলি হামলার পরে প্রথম প্রতিক্রিয়ায় তার বন্ধু রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘‘সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে কিছু তো বাঁচাক ওরা (ইরান)৷ সই (পরমাণু চুক্তি) করে নিক৷ দে আর অল ডেড নাও৷ এরপর থেকে পরিস্থিতি আরও খারাপ হবে৷’’ ট্রাম্পের দাবি, ‘‘পরমাণু চুক্তি সই করতেই হবে ইরানকে৷’’