Israel Iran War: ইজরায়েলের পয়লা নম্বর টার্গেট...কোথায় এই ‘নাতানজ’? যেখানে লুকনো ইরানের প্রাণ ভোমরা! গভীর মরুভূমিতে বালিতে অর্ধেক গাঁথা

Last Updated:
ইজরায়েলি হামলায় ইরানের তিন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর৷ এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্তা মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের অভিজাত রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান মোহাম্মদ বাঘেরি এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা প্রধান আলি শামখানি।
1/7
তখনও ভোর হয়নি৷ গভীর ঘুমে ডুবে ইরানের রাজধানী তেহরানের সাধারণ মানুষ৷ এর মধ্যেই একের পর এক বিস্ফোরণের শব্দ৷ তেহরানে ঢুকে হামলা চালাল ইজরায়ের বায়ুসেনার জেট৷ শুধু তেহরানেই নয়, ইরানের কেরমানশাহ, লোরেস্তান তিবরিজে বিস্ফোরণের খবর মিলেছে। গোটা ইরান তো বটেই ইজরালেও জারি জরুরি অবস্থা৷
তখনও ভোর হয়নি৷ গভীর ঘুমে ডুবে ইরানের রাজধানী তেহরানের সাধারণ মানুষ৷ এর মধ্যেই একের পর এক বিস্ফোরণের শব্দ৷ তেহরানে ঢুকে হামলা চালাল ইজরায়ের বায়ুসেনার জেট৷ শুধু তেহরানেই নয়, ইরানের কেরমানশাহ, লোরেস্তান তিবরিজে বিস্ফোরণের খবর মিলেছে। গোটা ইরান তো বটেই ইজরালেও জারি জরুরি অবস্থা৷
advertisement
2/7
তবে এই সবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাতানজ পরমাণুকেন্দ্রে হামলা চালানো৷ কী এই নাতানজ পরমাণু কেন্দ্র? কোথায় অবস্থিত, কী রয়েছে এখানে?
তবে এই সবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাতানজ পরমাণুকেন্দ্রে হামলা চালানো৷ কী এই নাতানজ পরমাণু কেন্দ্র? কোথায় অবস্থিত, কী রয়েছে এখানে?
advertisement
3/7
নাতানজকে ইরানের পরমাণু গবেষণা ও পরমাণু অস্ত্র তৈরির মূল কেন্দ্র বলা হয়ে থাকে৷ এখানেই বসত করে ইরানের প্রাণ ভোমরা৷
নাতানজকে ইরানের পরমাণু গবেষণা ও পরমাণু অস্ত্র তৈরির মূল কেন্দ্র বলা হয়ে থাকে৷ এখানেই বসত করে ইরানের প্রাণ ভোমরা৷
advertisement
4/7
মধ্য ইরানের মরু ময় ইসফাহান প্রদেশের মরু দেশের মাঝখানে প্রায় ১ লক্ষ স্কোয়ার মিটার জুড়ে ছড়িয়ে রয়েছে ইরানের এই পরমাণু গবেষণা কেন্দ্র৷ গবেষণা কেন্দ্রের অর্ধেকই বালির নীচে মাটির ভিতরে গাঁথা৷ এখানেই সম্প্রতি ইরান বেআইনি ভাবে ৯ হাজার ২৪৭ কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক  পাইল করেছিল বলে অভিযোগ ইজরায়েলের৷ যা দিয়ে নাকি ১৫টি পরমাণু বোমা তৈরি করা যায়৷
মধ্য ইরানের মরু ময় ইসফাহান প্রদেশের মরু দেশের মাঝখানে প্রায় ১ লক্ষ স্কোয়ার মিটার জুড়ে ছড়িয়ে রয়েছে ইরানের এই পরমাণু গবেষণা কেন্দ্র৷ গবেষণা কেন্দ্রের অর্ধেকই বালির নীচে মাটির ভিতরে গাঁথা৷ এখানেই সম্প্রতি ইরান বেআইনি ভাবে ৯ হাজার ২৪৭ কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক পাইল করেছিল বলে অভিযোগ ইজরায়েলের৷ যা দিয়ে নাকি ১৫টি পরমাণু বোমা তৈরি করা যায়৷
advertisement
5/7
ইজরায়েলি হামলায় নাতানজ পরমাণুকেন্দ্রের ক্ষতির কথা স্বীকার করেছে ইরানেক অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশন৷ কিন্তু জানিয়েছে এখনও সেখান থেকে কোনও রেডিয়েশন ছড়াচ্ছে না৷ শুধু নাতানজ নয়, ইরানের বোনাব, আরাক, বুশের, বান্দার আব্বাস, সঘান্ড, ফর্দোতেও রয়েছে পরমাণু কেন্দ্র৷
ইজরায়েলি হামলায় নাতানজ পরমাণুকেন্দ্রের ক্ষতির কথা স্বীকার করেছে ইরানেক অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশন৷ কিন্তু জানিয়েছে এখনও সেখান থেকে কোনও রেডিয়েশন ছড়াচ্ছে না৷ শুধু নাতানজ নয়, ইরানের বোনাব, আরাক, বুশের, বান্দার আব্বাস, সঘান্ড, ফর্দোতেও রয়েছে পরমাণু কেন্দ্র৷
advertisement
6/7
ইজরায়েলি হামলায় ইরানের তিন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর৷  এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্তা মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের অভিজাত রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান মোহাম্মদ বাঘেরি এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা প্রধান আলি শামখানি।
ইজরায়েলি হামলায় ইরানের তিন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর৷ এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্তা মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের অভিজাত রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রধান মোহাম্মদ বাঘেরি এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা প্রধান আলি শামখানি।
advertisement
7/7
ইজরায়েলি হামলার পরে প্রথম প্রতিক্রিয়ায় তার বন্ধু রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘‘সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে কিছু তো বাঁচাক ওরা (ইরান)৷ সই (পরমাণু চুক্তি) করে নিক৷ দে আর অল ডেড নাও৷ এরপর থেকে পরিস্থিতি আরও খারাপ হবে৷’’ ট্রাম্পের দাবি, ‘‘পরমাণু চুক্তি সই করতেই হবে ইরানকে৷’’
ইজরায়েলি হামলার পরে প্রথম প্রতিক্রিয়ায় তার বন্ধু রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘‘সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে কিছু তো বাঁচাক ওরা (ইরান)৷ সই (পরমাণু চুক্তি) করে নিক৷ দে আর অল ডেড নাও৷ এরপর থেকে পরিস্থিতি আরও খারাপ হবে৷’’ ট্রাম্পের দাবি, ‘‘পরমাণু চুক্তি সই করতেই হবে ইরানকে৷’’
advertisement
advertisement
advertisement