মরিয়া ট্রাম্প! 'আমাকে নোবেল পুরস্কার না-দিলে তো গোটা আমেরিকার অপমান হবে...' বিশ্বব্যাপী ‘শান্তিপ্রতিষ্ঠা’র জন্য তিনিই দায়ী
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
ট্রাম্পের দাবি, বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠার জন্য তাঁকে নোবেল পুরস্কার না দেওয়া হলে, তা আমেরিকার জন্য অপমানজনক।
ওয়াশিংটন: ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারত এবং পাকিস্তানকে যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে না দেওয়ার কৃতিত্ব তাঁকেই দিয়েছেন আসিম মুনির। ট্রাম্পের দাবি, বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠার জন্য তাঁকে নোবেল পুরস্কার না দেওয়া হলে, তা আমেরিকার জন্য অপমানজনক।
ট্রাম্পের দাবি, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। যার মধ্যে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধটি শেষ। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইজরায়েলি সরকার বা হামাস কেউই তাঁর ২০-দফা শান্তি পরিকল্পনায় সম্মত হয়নি। তবে বিশ্বব্যাপী শান্তিপ্রতিষ্ঠার জন্য নিজেই নিজের জন্য নোবেল পুরস্কার চেয়ে বসেন ট্রাম্প। তিনি মনে করেন নোবেল পুরস্কার না-পেলে তা গোটা আমেরিকার জন্য ‘অপমানজনক’ হবে। নিজের উদ্দেস্যেই তিনি বলেন, “আপনাকে কি নোবেল দেওয়া হবে? নিশ্চয়ই নয়। ওটা অন্য কাউকে দিয়ে দেবে, যিনি কিছুই করেননি।” তিনি এও বলেছেন যে তিনি নিজের জন্য এটি চান না। তাঁর কথায়, “আমি এটি চাই না। আমি চাই দেশ এটি পাক।”
advertisement
নোবেল শান্তি পুরস্কার এমন ব্যক্তি, সংগঠন বা আন্দোলনকে দেওয়া হয় যারা ভ্রাতৃত্ববোধ, সংহতি, সমন্বয়ের ক্ষেত্রে সর্বোত্তম কাজ করেছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি (নরওয়ের সংসদ কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্য) দীর্ঘ পর্যালোচনার পর পুরস্কার প্রাপক নির্ধারণ করে। প্রসঙ্গত, ট্রাম্প ২০-দফা রোডম্যাপ প্রকাশ করে বলেন, ইজরায়েল এবং হামাস উভয়ই একমত হলে গাজা যুদ্ধের অবিলম্বে সমাপ্তি ঘটতে পারে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইজরায়েল গাজা দখল করবে না, তিনি আরও বলেন যে তিনি এমন একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন যা ইজরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধের অবসান ঘটাতে পারে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 01, 2025 12:35 PM IST