Israel Iran War: ইরানের ‘রিং অফ ফায়ার’-এর জবাব ইজরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'! ৯০০০ কেজি ইউরেনিয়াম নিয়ে কী করছে তেহরান? উঠছে প্রশ্ন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইজরায়েলি হামলায় ইরানের চিফ অফ ডিফেন্স স্টাফ মুহম্মদ বাঘেরি, ইরানের গার্ড কম্যান্ডার হোসেইন সালামি সহ ইরানের সামরিক বহু শীর্ষ নেতা মারা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর৷ মারা গিয়েছেন ছয় পরমাণু বিজ্ঞানীও৷ সবচেয়ে উল্লেখযোগ্য হামলা চলেছে নাতানজ পারমাণবিক কেন্দ্রে৷
advertisement
advertisement
advertisement
advertisement
ইজরায়েল দাবি করেছে, IAEA-র মে মাসের রিপোর্ট অনুযায়ী, ইরান বেআইনি ভাবে ৯ হাজার ২৪৭ কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক পাইল করেছে৷ চিন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির সঙ্গে স্বাক্ষরিত ইরানের Joint Comprehensive Plan of Action (JCPOA), the 2015 nuclear agreement অনুযায়ী, ইরান সর্বোচ্চ ৩০০ কিলোগ্রাম ইউরেনিয়াম স্টক করতে পারে৷ কিন্তু, এই পরিমাণ নির্ধারিত পরিমাণের প্রায় ৪৫ গুণ৷ এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় ১৫ টি পরমাণি বোমা বানানো যাবে বলে দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে৷
advertisement
advertisement
advertisement