Israel-Gaza War: গাজায় ফের হামলা ইজরায়েলের ! মৃত ২২০, ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Israel Carries Out Major Strikes In Gaza: এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, গাজায় আরও সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি সেনাবাহিনীকে হামাসের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
গাজায় ফের হামলা চালাল ইজরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর মঙ্গলবার ভোর থেকে ব্যাপক এয়ার স্ট্রাইক শুরু করেছে ইজরায়েলি সেনা। একটি টেলিগ্রাম পোস্টে তারা জানিয়েছে, “গাজা উপত্যকায় হামাসের জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’’ Photo: AP
advertisement
advertisement
বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, হামাস পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ ও অন্যান্য মধ্যস্থতাকারীদের দেওয়া সব প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। তাই এই হামলা। প্রায় ২ মাসের যুদ্ধবিরতির পর এই হামলা চালাল ইজরায়েল। এর মধ্যে কয়েক ডজন পণবন্দীকে মুক্তি দিয়েছে হামাস। পরিবর্তে প্রায় ২ হাজার প্যালেস্তেনীয় বন্দিকেও ছেড়ে দেওয়া হয়েছে। Photo: AP
advertisement
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার ইজরায়েলের লাগাতার বিমান হামলায় অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ শিশুও। ১৫০-এর বেশি মানুষ গুরুতর জখম। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি-কে বলেন, ইজরায়েলি হামলায় গাজার বিভিন্ন এলাকায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। আহত প্রায় ১৫০ জন। Photo: AP
advertisement
advertisement
advertisement
প্রথম দফার যুদ্ধবিরতিতে হামাস ৩৩ জন ইজরায়েলি (এর মধ্যে ৫ জন মৃত) এবং ৫ জন থাই নাগরিককে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ১,৮০০ প্যালেস্তেনীয় বন্দিকে ছেড়ে দেয়। এখনও হামাসের হাতে প্রায় ৫৯ জন পণবন্দি রয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বর এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। তখনও হামাস কয়েকজন পণবন্দিকে মুক্তি দেয়। Photo: AP
advertisement