

♦ স্বামী কাজ করেন বাইরে ৷ তাই বাড়িতে থাকতে পারেন না ৷ বাড়িতে থাকেন তিনি আর তাঁর শ্বশুর ,শাশুড়ি এবং দেওর ৷ যখন বিয়ে করে বাড়িতে এসেছিলেন, তখন তাঁর শ্বশুরমশাই বলেছিলেন, ‘বৌমা আমি তোমার বাবারই মতো’৷


♦ কিন্তু তিনিই যে এমন কাণ্ড ঘটাতে পারে তা হয়তো কল্পানাতেও ভাবতে পারেননি ৷ বাড়িতে ছেলে নেই, আর সেই সুযোগে ৩৮টিন ধরে রোজ ছেলের বৌকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে ৷


♦ এই ঘটনা ঢাকার শরিয়তপুর জেলার সখিপুরের ঘটনা ৷ কিন্তু তিনি কোনও প্রতিবাদ করেননি কেন? এই প্রশ্ন উঠতে শুরু হওয়ায়-তিনি জানিয়েছেন তাঁকে খুন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তাঁর শ্বশুর ৷ এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ ৷


♦ তাঁর অভিযোগ, গত ২৮ মে খুনের হুমকি দিয়ে তাঁকে প্রথমবার ধর্ষণ করে শ্বশুর৷ তারপর থেকে ৬ জুলাই পর্যন্ত প্রতি রাতেই গৃহবধূকে ধর্ষণ করা হয় ৷


♦ গৃহবধূর আরও অভিযোগ, ধর্ষণের বিষয়টি জানাজানি হলে খুন করা হবে বলেও হুমকি দিয়েছিল শ্বশুর৷ তাই ভয়ে কাউকে কিছু জানাননি ওই তরুণী ৷ তবে দিন যত এগোচ্ছিল ততই যেন অসহ্য হয়ে উঠছিল শ্বশুরের অত্যাচার ৷ তাই বাধ্য হয়ে রবিবার সখিপুর থানার পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হন নির্যাতিতা ৷ সেখানেই শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান তিনি ৷