Pakistan Economic Crisis: পাক সেনাবাহিনীর সর্বনাশ, খাবার নেই, টাকা নেই, পরিণতি কী হবে, ভাবলেও চমকে যাবেন

Last Updated:
Pakistan Economic Crisis: টাকা নেই, খাবারও পৌঁচ্ছোচ্ছে না সেনার কাছে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের সেনাপ্রধান৷
1/5
পাকিস্তানের আর্থিক সংঙ্কট ক্রমে যেন আরও বৃদ্ধি পাচ্ছে৷ এ বার সঙ্কটের কথা প্রকাশ করল সে দেশের সেনাবাহিনী৷ টাকা নেই, খাবারও পৌঁচ্ছোচ্ছে না সেনার কাছে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের সেনাপ্রধান৷
পাকিস্তানের আর্থিক সংঙ্কট ক্রমে যেন আরও বৃদ্ধি পাচ্ছে৷ এ বার সঙ্কটের কথা প্রকাশ করল সে দেশের সেনাবাহিনী৷ টাকা নেই, খাবারও পৌঁচ্ছোচ্ছে না সেনার কাছে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের সেনাপ্রধান৷
advertisement
2/5
রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে একাধিক চিঠি এসেছে বিভিন্ন সেনা ছাউনি থেকে৷ সেখানে বলা হয়েছে, সেনাবাহিনীর ছাউনিতে খাবারের তীব্র অভাব তৈরি হয়েছে৷ অর্থের জোগানও কমে গিয়েছে৷
রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে একাধিক চিঠি এসেছে বিভিন্ন সেনা ছাউনি থেকে৷ সেখানে বলা হয়েছে, সেনাবাহিনীর ছাউনিতে খাবারের তীব্র অভাব তৈরি হয়েছে৷ অর্থের জোগানও কমে গিয়েছে৷
advertisement
3/5
পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের কাছে বিভিন্ন বাহিনীর তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে সে দেশের সেনবাহিনীর কাছে যথেষ্ট পরিমাণে খাদ্য ও অর্থ পৌঁছে দেওয়া যাচ্ছে না৷
পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের কাছে বিভিন্ন বাহিনীর তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে সে দেশের সেনবাহিনীর কাছে যথেষ্ট পরিমাণে খাদ্য ও অর্থ পৌঁছে দেওয়া যাচ্ছে না৷
advertisement
4/5
সূত্র মারফত জানা গিয়েছেন, দু’বেলা পেট ভরে খাবার পাচ্ছে না পাক সেনারা৷ সে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় কারণে সেনা খরচে লাগাম দেওয়া হচ্ছে৷ আফগান সীমান্তে তেহরিক-ইতালিবানের বিরুদ্ধে লড়াইরত সেনা না খেয়ে আছে কার্যত৷
সূত্র মারফত জানা গিয়েছেন, দু’বেলা পেট ভরে খাবার পাচ্ছে না পাক সেনারা৷ সে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় কারণে সেনা খরচে লাগাম দেওয়া হচ্ছে৷ আফগান সীমান্তে তেহরিক-ইতালিবানের বিরুদ্ধে লড়াইরত সেনা না খেয়ে আছে কার্যত৷
advertisement
5/5
ইতিমধ্যে সেনা প্রধান মুনির সরকারকে আলাদা করে আবেদন করেছেন, যাতে সেনাবাহিনীর চাহিদা পূরণে কোনও খামতি রাখা না হয়৷ খাবার ও অর্থ বরাদ্দ যাতে ঠিক রাখা হয়, সেই দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে৷
ইতিমধ্যে সেনা প্রধান মুনির সরকারকে আলাদা করে আবেদন করেছেন, যাতে সেনাবাহিনীর চাহিদা পূরণে কোনও খামতি রাখা না হয়৷ খাবার ও অর্থ বরাদ্দ যাতে ঠিক রাখা হয়, সেই দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে৷
advertisement
advertisement
advertisement