Covid-19 Outbreak: ফের চোখ রাঙাচ্ছে করোনা! হংকং-সিঙ্গাপুরের ছবি ভয় ধরাচ্ছে বিশ্বকে! কেন ফের ছড়াচ্ছে সংক্রমণ? কী বলছেন বিশেষজ্ঞরা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পাঁচ বছর আগের করোনা অতিমারির স্মৃতি এখনও অনেকের কাছেই টাটকা। সেই ভয়াবহ স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক। ফের বাড়ছে ভাইরাস সংক্রমণ।
advertisement
advertisement
জানা গিয়েছে, হংকংয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বহু সংখ্যক রোগী হাজির হচ্ছেন হাসপাতালে। ব্লুমবার্গের খবর অনুযায়ী, এই সব রোগীর অধিকাংশই কোভিড পজিটিভ। অনেকেকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালেও। যার জেরে ফের ব্যাপক আকারে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। গত ৩ মে পর্যন্ত প্রতি সপ্তাহে গড়ে ২৮ শতাংশ হারে বেড়েছে রোগীর হার। বর্তমানে প্রতি সপ্তাহে অন্তত ১৪,২০০ জন রোগী আক্রান্ত হচ্ছেন কোভিডে। পরিস্থিতি যাচাই করেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
advertisement
শুধু আক্রান্তের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও। হংকংয়ের স্বাস্থ্য দফতরের রিপোর্ট মোতাবেক প্রায় ৩০ শতাংশ বেড়েছে রোগীর হাসপাতালে ভর্তির হার। কেন ফের ছড়াচ্ছে করোনা ভাইরাস? এই প্রশ্নের এখনও কোনও সদুত্তর দিতে পারছে না সিঙ্গাপুর স্বাস্থ্য দফতর। তবে মনে করা হচ্ছে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাই এর প্রাথমিক কারণ
advertisement
advertisement