Covid-19 Outbreak: ফের চোখ রাঙাচ্ছে করোনা! হংকং-সিঙ্গাপুরের ছবি ভয় ধরাচ্ছে বিশ্বকে! কেন ফের ছড়াচ্ছে সংক্রমণ? কী বলছেন বিশেষজ্ঞরা?

Last Updated:
পাঁচ বছর আগের করোনা অতিমারির স্মৃতি এখনও অনেকের কাছেই টাটকা। সেই ভয়াবহ স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক। ফের বাড়ছে ভাইরাস সংক্রমণ।
1/6
সাল ২০২০। গোটা বিশ্বজুড়ে তখন ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। মৃত্যুভয় গ্রাস করছে গোটা পৃথিবীকে। একের পর এক মৃত্যুর খবর। হাসপাতালে স্থান সঙ্কুলান। স্কুল-কলেজ-অফিস-কাছারি সবই বন্ধ। বিপর্যস্ত জনজীবন। একের পর এক ঢেউ গ্রাস করেছে দেশকে।
পাঁচ বছর আগের করোনা অতিমারির স্মৃতি এখনও অনেকের কাছেই টাটকা। সেই ভয়াবহ স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক। ফের বাড়ছে ভাইরাস সংক্রমণ।
advertisement
2/6
এই গবেষণা ‘সেল’ জার্নালে মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে, যা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরের জনবহুল এলাকাতে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা। এশিয়াতে ফের এক করোনার ঢেউ আছড়ে পড়়তে চলেছে আশঙ্কা করছেন অনেকেই। সম্প্রতি হংকংয়ের কমিউনিকেবল ডিজিজ ব্রাঞ্চ অব সেন্টার অব হেলথ প্রোটেকশন-এর প্রধান অ্যালবার্ট এমনটাই জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমকে।
advertisement
3/6
সেই ভয়াবহ মাস্ক-স্যানিটাইজারের দিন আর যেন ফিরে না আসে, এটাই এখন দেশবাসীর প্রার্থনা। তবে এখনই ভয়ের কোনও কথা বলেননি স্বাস্থ্য-অধিকর্তা।
জানা গিয়েছে, হংকংয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বহু সংখ্যক রোগী হাজির হচ্ছেন হাসপাতালে। ব্লুমবার্গের খবর অনুযায়ী, এই সব রোগীর অধিকাংশই কোভিড পজিটিভ। অনেকেকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালেও। যার জেরে ফের ব্যাপক আকারে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। গত ৩ মে পর্যন্ত প্রতি সপ্তাহে গড়ে ২৮ শতাংশ হারে বেড়েছে রোগীর হার। বর্তমানে প্রতি সপ্তাহে অন্তত ১৪,২০০ জন রোগী আক্রান্ত হচ্ছেন কোভিডে। পরিস্থিতি যাচাই করেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
advertisement
4/6
করোনার মৃত্যু হার অনেক বেশি ছিল, যেখানে এইচএমপিভি সংক্রমণে মৃত্যুর হার অনেক কম। তাই অহেতুক টেনশন করে নিজের বিপি না বাড়ানোই ভাল।
শুধু আক্রান্তের সংখ্যাই বাড়ছে না, বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও। হংকংয়ের স্বাস্থ্য দফতরের রিপোর্ট মোতাবেক প্রায় ৩০ শতাংশ বেড়েছে রোগীর হাসপাতালে ভর্তির হার। কেন ফের ছড়াচ্ছে করোনা ভাইরাস? এই প্রশ্নের এখনও কোনও সদুত্তর দিতে পারছে না সিঙ্গাপুর স্বাস্থ্য দফতর। তবে মনে করা হচ্ছে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাই এর প্রাথমিক কারণ
advertisement
5/6
HMPV ভাইরাস ও কোভিড ১৯ ভাইরাসের উপসর্গ-ও প্রায় এক। এই দুই সংক্রমণের ক্ষেত্রে সর্দি-কাশি, জ্বর, বুকে কফ জমা,গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়।
করোনার কোন ভ্যারিয়ান্ট বা রূপ এবার সংক্রমণ ছড়াচ্ছে, তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট স্বাস্থ্য দফতর। তবে সংবাদমাধ্যম সূত্রের দাবি, সেই ভ্যারিয়ান্ট বা রূপ যে সংক্রমক, এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
advertisement
6/6
চলতি বছরের মধ্যে মে-র শুরুতেই আক্রান্তের হার বেশি সেখানে প্রথম সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। মৃত্যুও হয়েছে। ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে ছড়িয়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তার আগের সপ্তাহের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। 
কী পরামর্শ বিশেষজ্ঞদের?এশিয়ার অন্যতম বড় দুটি শহর হল সিঙ্গাপুর ও হংকং। এই দুটি শহরে কোভিড সংক্রমণ বাড়বার নেপথ্যে বড় কারণ হল মহাদেশেও বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা এই অবস্থায় পরামর্শ দিচ্ছেন, নিয়ম করে টিকা নিয়ে রাখতে। পাশাপাশি রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার উপরে জোর দিতেও বলা হচ্ছে।
advertisement
advertisement
advertisement