গাঁজা কেনা-বিক্রি এবার থেকে বৈধ! ভারতের প্রতিবেশী দেশে বিরাট সিদ্ধান্ত, হইচই বিশ্বজুড়ে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cannabis may be legal in Pakistan very soon: গাঁজা উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। ফেব্রুয়ারিতে অর্ডিন্যান্স পাশ করেছিল তারা। এবার সিদ্ধান্ত গ্রহণের পালা। খুব শীঘ্রই সেদেশে ক্যানাবিস বিক্রি এবং কেনা বৈধ হয়ে যেতে পারে।