Bangladesh News: বড়শিতে ধরা পড়ল 'দৈত্য'! স্থলে তুলতে লাগল ৩ ঘণ্টা, জল থেকে যা উঠে এল...

Last Updated:
Bangladesh News: বাংলাদেশের বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ছে।
1/5
বাংলাদেশ মানেই নদী, খাল-বিলের দেশ। আর এক নিমেশে বলা যায়, মাছের বাড়ি। নিত্যদিনই বাংলাদেশের এদিক-ওদিকে এত ধরনের, এত বিপুল আকৃতির মাছ ধরা পড়ে, যা দেখে তাজ্জব হতে হয়। অন্যথা হল না এবারও।
বাংলাদেশ মানেই নদী, খাল-বিলের দেশ। আর এক নিমেশে বলা যায়, মাছের বাড়ি। নিত্যদিনই বাংলাদেশের এদিক-ওদিকে এত ধরনের, এত বিপুল আকৃতির মাছ ধরা পড়ে, যা দেখে তাজ্জব হতে হয়। অন্যথা হল না এবারও।
advertisement
2/5
জানা গিয়েছে, বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মৎস্যজীবী বাপ্পি সরদার বড়শিতে মাছ ধরছিলেন। সেই সময়ই তাঁর বড়শিতে আচমকা টান পড়ে।
জানা গিয়েছে, বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মৎস্যজীবী বাপ্পি সরদার বড়শিতে মাছ ধরছিলেন। সেই সময়ই তাঁর বড়শিতে আচমকা টান পড়ে।
advertisement
3/5
বড়শির অবস্থা দেখে তিনি বুঝতে পারেন, বড় মাছ ধরা পড়েছে। এরপর প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মাছটি দিঘির পাড়ে তোলেন তিনি। বন্ধুদের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর মাছটি তোলা মাত্রই পুরো দিঘি এলাকায় শোরগোল পড়ে যায়। মাছটি পাড়ে তোলার পর থেকেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
বড়শির অবস্থা দেখে তিনি বুঝতে পারেন, বড় মাছ ধরা পড়েছে। এরপর প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মাছটি দিঘির পাড়ে তোলেন তিনি। বন্ধুদের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর মাছটি তোলা মাত্রই পুরো দিঘি এলাকায় শোরগোল পড়ে যায়। মাছটি পাড়ে তোলার পর থেকেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
advertisement
4/5
স্থানীয়রা জানিয়েছেন, গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এত বড় মাছ পাওয়া যায়নি। এর আগে গত ১৪ জুন ওই দিঘিতে ২৫ কেজি ওজনের একটি কাতলা ধরা পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এত বড় মাছ পাওয়া যায়নি। এর আগে গত ১৪ জুন ওই দিঘিতে ২৫ কেজি ওজনের একটি কাতলা ধরা পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
5/5
যাঁর বড়শিতে ওই মাছ ধরা পড়ল এবার, সেই বাপ্পি সরদার এক শৌখিন মৎস্যশিকারি বলে জানা গিয়েছে। তাঁর কথায়, 'এত বড় মাছ ধরার পর অসম্ভব আনন্দ পেয়েছি। কারণ, এত বড় কাতলা মাছ আমার বড়শিতে এর আগে কখনও ধরা পড়েনি।' মাছটি আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবদের মধ্যে তিনি ভাগ করে নেবেন বলে জানিয়েছেন।
যাঁর বড়শিতে ওই মাছ ধরা পড়ল এবার, সেই বাপ্পি সরদার এক শৌখিন মৎস্যশিকারি বলে জানা গিয়েছে। তাঁর কথায়, 'এত বড় মাছ ধরার পর অসম্ভব আনন্দ পেয়েছি। কারণ, এত বড় কাতলা মাছ আমার বড়শিতে এর আগে কখনও ধরা পড়েনি।' মাছটি আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবদের মধ্যে তিনি ভাগ করে নেবেন বলে জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement