Viral News | Bangladesh : ৫৫ বছরের 'দিদার' সঙ্গে ২৫ বছরের 'নাতির' তুমুল প্রেম! পঞ্চায়েত দিল চাঞ্চল্যকর নিদান...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral News | Bangladesh :
বয়সের ফারাকে বিবাহের কথা আজকাল হামেশাই শোনা যায়। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ নাগরিক অনেকেই এই পথ দিয়ে হেঁটেছেন হামেশাই। এবার ফের একবার এমনই এক ঘটনা ঘটল বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার নওয়াপাড়া গ্রামে। সালিশি সভায় কার্যত জোর করে বিয়ে দেওয়া হলো অল্পবয়সি এক যুবক ও মধ্য বয়সি মহিলাকে। পাত্রের বয়স ২৫ এবং পাত্রীর বয়স ৫৫। সম্পর্কে তারা দিদা ও নাতি। কিন্তু হঠাৎ কেন এই জোরজবরদস্তি বিবাহ?
advertisement
কিন্তু হঠাৎ কেন এই জোরজবরদস্তি বিবাহ? জানা গিয়েছে নওয়াপাড়া গ্রামের বাসিন্দা শিরিন আক্তারের দূর সম্পর্কের নাতি বয়স পঁচিশের ফারুক হোসেন। বৃহস্পতিবার রাতে সেই নাতির সঙ্গেই অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় দিদাকে। ঘটনাটি দেখে ওই মহিলার ছেলেই গ্রামবাসীকে সমস্ত কথা জানান। আর তার পরেই বসে সালিশি সভা। প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement
advertisement