Bangladesh News|| Hilsa: খোকা নয়, রীতিমতো বড়োসড়ো! প্রকাণ্ড ইলিশ পড়ল জালে ধরা! নিমেষেই সুপার ভাইরাল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
অবিশ্বাস্য! ইলিশ (Hilsa Fish) ধরতে গিয়ে জাল ফেলতেই যা উঠে এল দেখে তো চক্ষু চড়কগাছ। মুহূর্তে ভাইরাল (Viral) সেই মাছ।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ। এখন জেলদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। একইসঙ্গে এই প্রসঙ্গে বছর দুয়েক আগে মনপুরায় প্রায় চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ার কথাও জানান মৎস্য বিভাগের কর্মকর্তা।
প্রসঙ্গত, মেঘনার মাছঘাটগুলোতে ইতিমধ্যেই ৬০০-১০০০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হতে দেখা গেছে। মঙ্গলবার ও বুধবার বাজারে ইলিশ এসেছে প্রায় এক হাজার মণ। তবে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ায় ইলিশের দাম আপাতত কমছে না বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।