Bangladesh News: 'এবার বড় কিছু হতে চলেছে'! বাংলাদেশে সেনা-ছাত্রনেতা বৈঠকের পরই 'ফিসফিস' শুরু, আওয়ামি লীগ ফিরছে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangladesh News: বাংলাদেশের রাজনীতিতে কী হতে চলেছে? ঢাকার পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। সেনাবাহিনী কি সত্যিই কোনও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে? আওয়ামী লীগ কি নতুন রূপে ফিরে আসবে?
বাংলাদেশের রাজনীতিতে প্রবল অস্থিরতা জারি রয়েছে। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসে উঠছে। অভিযোগ উঠেছে সেনাবাহিনীর প্রতিও। সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্রনেতারা ‘আওয়ামী লীগের দালালি করা’র অভিযোগ তোলার পরে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক করে বাংলাদেশে সেনাবাহিনী।
advertisement
advertisement
১১ মার্চ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকার সেনানিবাসে গোপনে দেখা করেছেন ২৭ বছর বয়সি ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ ও সরজিস আলমের সঙ্গে। নেত্র নিউজ নামে সুইডেনভিত্তিক এক সংবাদমাধ্যম এই তথ্য ফাঁস করেছে। হাসনাত নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, সেনাপ্রধান তাঁকে বলেছেন 'আওয়ামী লীগের রিফাইন্ড ভার্সন' রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে।
advertisement
তার বদলে তাঁকে রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হাসনাত সরাসরি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, "বাংলাদেশে সেনা হস্তক্ষেপ চলবে না!" এই ঘটনা সামনে আসতেই ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে। এরা সবাই আওয়ামী লীগের ফিরে আসার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার। কেউ কেউ তো বলেই দিচ্ছে , 'আওয়ামী লীগের ফিরে আসা শুধু আমাদের লাশের উপর দিয়েই সম্ভব'।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement