*শনিবার আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি (Awami League General Secretary) তথা সড়ক পরিবহন এবং সেতু (Road Transport and Bridges) দফতরের মন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে নিজ বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করেও এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। সংগৃহীত ছবি।