ইদে প্রথা বজায় রাখলেন পরীমনি, ৫টি গরুর কোরবানি বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকার

Last Updated:
গত কয়েক বছরের মতো এবারও বিএফডিসিতে সহশিল্পীদের জন্য পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
1/5
 আজ, শনিবার ইদ-উল-আদাহ ৷ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আদাহ বা বখরি ইদ ৷ এই উৎসবের আরেক নাম কোরবানি ইদও ৷ আজকের দিনে কিছু না কিছু ঈশ্বরকে উৎসর্গ বা কোরবান করতে হয় ৷ File Photo
আজ, শনিবার ইদ-উল-আদাহ ৷ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-আদাহ বা বখরি ইদ ৷ এই উৎসবের আরেক নাম কোরবানি ইদও ৷ আজকের দিনে কিছু না কিছু ঈশ্বরকে উৎসর্গ বা কোরবান করতে হয় ৷ File Photo
advertisement
2/5
ইদ-উল-আদাহর ত্যাগের উৎসবে সামিল গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷ যদিও এ বছর করোনার জন্য কোথাও সেভাবে জমায়েত করা সম্ভব হচ্ছে না ৷ অনেক সতর্কতার সঙ্গেই ইদ পালন করা হচ্ছে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
ইদ-উল-আদাহর ত্যাগের উৎসবে সামিল গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ ৷ যদিও এ বছর করোনার জন্য কোথাও সেভাবে জমায়েত করা সম্ভব হচ্ছে না ৷ অনেক সতর্কতার সঙ্গেই ইদ পালন করা হচ্ছে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
advertisement
3/5
গত কয়েক বছরের মতো এবারও বিএফডিসিতে সহশিল্পীদের জন্য পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। File Photo
গত কয়েক বছরের মতো এবারও বিএফডিসিতে সহশিল্পীদের জন্য পাঁচটি গরু কোরবানি দিচ্ছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। File Photo
advertisement
4/5
 ২০১৬-তে প্রথমবার বিএফডিসিতে কোরবানি শুরু করেন পরীমনি ৷ তারপর থেকেই প্রতি বছরই তা চালিয়ে যাচ্ছেন তিনি ৷ প্রতি বছর কোরবানির জন্য গরুর সংখ্যাও বাড়িয়েছেন পরীমনি ৷ গত বছর ছিল চারটি গরু ৷ এ বছর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে পাঁচে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
২০১৬-তে প্রথমবার বিএফডিসিতে কোরবানি শুরু করেন পরীমনি ৷ তারপর থেকেই প্রতি বছরই তা চালিয়ে যাচ্ছেন তিনি ৷ প্রতি বছর কোরবানির জন্য গরুর সংখ্যাও বাড়িয়েছেন পরীমনি ৷ গত বছর ছিল চারটি গরু ৷ এ বছর সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে পাঁচে ৷ Photo Courtesy: Pori Moni/Facebook Page
advertisement
5/5
কোরবানি প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়ার কাজটা প্রতি বছর এভাবেই বজায় রাখতে পারি ৷’’ File Photo
কোরবানি প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়ার কাজটা প্রতি বছর এভাবেই বজায় রাখতে পারি ৷’’ File Photo
advertisement
advertisement
advertisement