America’s ‘Brahmastra’ B-2 Bomber: ইরানে 'অ্যাকশন' চালিয়েছিল আমেরিকার ব্রহ্মাস্ত্র 'B2 বিমান',একসঙ্গে পূর্ব-পশ্চিম দিক দিয়ে এগোয়, কীভাবে শত্রুর চোখে ধুলো দেয় এই যুদ্ধবিমান? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
America’s ‘Brahmastra’ B-2 Bomber: সাতটি লোডেড বি টু বোমারু বিমান উড়ে যায় পূর্ব দিক দিয়ে। ইরানে ঢুকে নিশানা করে তাদের তিনটি পরমাণু কেন্দ্রে। ভারতীয় সময় তখন ভোর সাড়ে চারটে। ইরানের পাহাড় ঘেরা ফোরদো, নাতানজ এবং ইসফাহান পরমাণুকেন্দ্র। ইরানের এই তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা।
ইরানে অ্যাকশন চালিয়েছিল আমেরিকার ব্রহ্মাস্ত্র B2 বিমান। একসঙ্গে পূর্ব-পশ্চিম দিক দিয়ে এগোয় B2 বিমান। পশ্চিম দিক দিয়ে যাওয়া বিমান ধরা পড়ে রাডারে। ইরানের নজর যখন পশ্চিমে, তখন পূর্ব দিক দিয়ে অ্যাটাক করে এই যুদ্ধবিমান। অত্যাধুনিক B2 যুদ্ধবিমানে রয়েছে ফ্রিজ-মাইক্রোওভেন-টয়লেটও Representative Image Image Generated By AI
advertisement
advertisement
ইরানের চোখে ধুলো দিয়ে অ্যাটাক। পেন্টাগন জানিয়েছে, এর জন্যে একই সময়ে দুই দিক থেকে যুদ্ধবিমান B-2 ওড়ে। আমেরিকার মিসৌরিতে হোয়ইটম্যান এয়ারবেস। শনিবার এখান থেকে পশ্চিম দিকে মার্কিন বায়ুসেনার বি টু বোমারু বিমান ওড়ায় আমেরিকা। এই বিমানে ট্রান্সপন্ডার থাকায় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যেতেই ইরানের রাডারে ধরা পড়ে। ফলে সে দিকেই নজর রাখে ইরান। এই সুযোগেই অন্য দিক দিয়ে অ্যাটাক। Representative Image Image Generated By AI
advertisement
advertisement
বি টু যুদ্ধবিমান দেখতে অনেকটা বাদুড়ের মতো। বিরাট বিরাট দুটি ডানা। কোনও লেজ নেই। চওড়ায় একশো বাহাত্তর ফুট। লম্বায় ঊনসত্তর ফুট। সব মিলিয়ে ফুটবল মাঠের প্রায় অর্ধেকের সমান। এরকম একটি যুদ্ধবিমান তৈরিতে খরচ প্রায় ৯ হাজার কোটি টাকা। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১ হাজার ১০ কিলোমিটার Representative Image Image Generated By AI
advertisement
একটি B2 বিমান বিশাল ওজনের দু’টি বাঙ্কার বাস্টার বোমা বহন করতে পারে। এই বি টু বোমারু বিমান দু’জন পাইলট থাকেন। তাঁদের থাকা খাওয়ার জন্য বোমারু বিমানে রয়েছে নানা ব্যবস্থা। রয়েছে মাইক্রোওভেন। রয়েছে রেফ্রিজারেটর। টয়লেট। বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে আলাদা জায়গা। এই বি-২ বিমানই বাঙ্কার বাস্টার বোমা নিয়ে উড়ে যায় ইরানে। তারপর তিন পরমাণু কেন্দ্রে অ্যাটাক করে। Representative Image Image Generated By AI