Usha Chilukuri Vance: ভারতীয় সংস্কার একেই বলে! স্বামীর শপথ গ্রহণে উচ্ছ্বসিত 'পতিব্রতা' স্ত্রী, কোলে বাচ্চাকে নিয়ে ভাইরাল ভারতীয় বংশদ্ভূত উষার ছবি

Last Updated:
ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন স্বামী ভ্যান্স, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে স্ত্রী ঊষা, পলক পড়ছে না চোখের, ভাইরাল ছবি
1/6
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন স্বামী জে ডি ভ্যান্স। পাশে দাঁড়িয়ে স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্স। মেয়েকে কোলে নিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন স্বামীর দিকে। বড় বড় চোখ, মুখে চওড়া হাসি। স্বামীর দিক থেকে চোখ সরছে না তাঁর। পিছনে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন স্বামী জে ডি ভ্যান্স। পাশে দাঁড়িয়ে স্ত্রী ঊষা চিলুকুরি ভ্যান্স। মেয়েকে কোলে নিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন স্বামীর দিকে। বড় বড় চোখ, মুখে চওড়া হাসি। স্বামীর দিক থেকে চোখ সরছে না তাঁর। পিছনে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
2/6
ঊষা চিলুকুরি ভ্যান্স ভারতীয় বংশোদ্ভুত প্রথম মার্কিন সেকেন্ড লেডি। ১৯৮৬ সালে স্যান ডিয়েগোতে জন্ম এবং বেড়ে ওঠা। তাঁর বাবা-মা অন্ধ্র প্রদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। উচ্চ-মধ্যবিত্ত পরিবার। ঊষা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন। তারপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফিতে মাস্টার্স করেন। পড়াশোনা শেষে যোগ দেন আইন সংস্থায়। কর্পোরেট লিটিগেটর হিসেবে কাজ শুরু করেন।
ঊষা চিলুকুরি ভ্যান্স ভারতীয় বংশোদ্ভুত প্রথম মার্কিন সেকেন্ড লেডি। ১৯৮৬ সালে স্যান ডিয়েগোতে জন্ম এবং বেড়ে ওঠা। তাঁর বাবা-মা অন্ধ্র প্রদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। উচ্চ-মধ্যবিত্ত পরিবার। ঊষা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন। তারপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফিতে মাস্টার্স করেন। পড়াশোনা শেষে যোগ দেন আইন সংস্থায়। কর্পোরেট লিটিগেটর হিসেবে কাজ শুরু করেন।
advertisement
3/6
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে”। এই প্রবাদের সবচেয়ে বড় উদাহরণ ঊষা। মার্কিন রাজনীতিতে অনেকেই খোলাখুলি বলেন, ঊষা না থাকলে জে ডি ভ্যান্সের উত্থান এত সহজ হত না। ভ্যান্সের রাজনৈতিক জীবনের চড়াই-উতরাইতে পাশে থেকেছেন ঊষা। শুধু তাই নয়, পথ দেখিয়েছেন। দিশা দিয়েছেন। ভ্যান্স হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। শপথের সময়ও পাশে স্ত্রী। মুগ্ধ চোখে তিনি যেন শুধু ভ্যান্সকে দেখছেন না, দেখছেন সাধারণ রাজনীতিক থেকে মার্কিন ভাইস ভাইস প্রেসিডেন্ট হয়ে ওঠার এই যাত্রাপথকে।
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে”। এই প্রবাদের সবচেয়ে বড় উদাহরণ ঊষা। মার্কিন রাজনীতিতে অনেকেই খোলাখুলি বলেন, ঊষা না থাকলে জে ডি ভ্যান্সের উত্থান এত সহজ হত না। ভ্যান্সের রাজনৈতিক জীবনের চড়াই-উতরাইতে পাশে থেকেছেন ঊষা। শুধু তাই নয়, পথ দেখিয়েছেন। দিশা দিয়েছেন। ভ্যান্স হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। শপথের সময়ও পাশে স্ত্রী। মুগ্ধ চোখে তিনি যেন শুধু ভ্যান্সকে দেখছেন না, দেখছেন সাধারণ রাজনীতিক থেকে মার্কিন ভাইস ভাইস প্রেসিডেন্ট হয়ে ওঠার এই যাত্রাপথকে।
advertisement
4/6
ঊষার তাকানো, তাঁর চোখ-মুখের অভিব্যক্তি মন ছুঁয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজারদের। তাঁর উপ্সথিতি যেন শপথ মঞ্চে একমুঠো আলো ছড়িয়ে দিয়েছে। একজন এক্স ইউজার লিখেছেন, “গর্বিত স্ত্রী। মুগ্ধ দৃষ্টিতে স্বামীকে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিতে দেখছেন। এমন ছবি দেখে কার চোখে জল আসবে না!” আরেক ইউজার লিখেছেন, “আপনি গর্বিত। আপনাকে দেখে আমাদেরও গর্ব হচ্ছে।“
ঊষার তাকানো, তাঁর চোখ-মুখের অভিব্যক্তি মন ছুঁয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজারদের। তাঁর উপ্সথিতি যেন শপথ মঞ্চে একমুঠো আলো ছড়িয়ে দিয়েছে। একজন এক্স ইউজার লিখেছেন, “গর্বিত স্ত্রী। মুগ্ধ দৃষ্টিতে স্বামীকে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিতে দেখছেন। এমন ছবি দেখে কার চোখে জল আসবে না!” আরেক ইউজার লিখেছেন, “আপনি গর্বিত। আপনাকে দেখে আমাদেরও গর্ব হচ্ছে।“
advertisement
5/6
অধিকাংশ নেটিজেনই উচ্ছ্বসিত। ঊষাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। একজন ইউজার আবার ঊষাকে ‘শুদ্ধাত্মা’ আখ্যা দিয়ে লিখেছেন, “ঊষা, আপনি পবিত্র। শুদ্ধ আত্মা। কোনও মলিনতা আপনাকে স্পর্শ করতে পারে না। প্রত্যেক পুরুষ আপনার মতো স্ত্রী পাক, এই প্রার্থনা করি।“
অধিকাংশ নেটিজেনই উচ্ছ্বসিত। ঊষাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। একজন ইউজার আবার ঊষাকে ‘শুদ্ধাত্মা’ আখ্যা দিয়ে লিখেছেন, “ঊষা, আপনি পবিত্র। শুদ্ধ আত্মা। কোনও মলিনতা আপনাকে স্পর্শ করতে পারে না। প্রত্যেক পুরুষ আপনার মতো স্ত্রী পাক, এই প্রার্থনা করি।“
advertisement
6/6
ঊষার পোশাক নিয়েও চর্চা চলছে। এদিন জ্যাকি ও’র স্টাইলে গোলাপি কোট পরেছিলেন ঊষা। মেয়েকে পরিয়েছিলেন মেরুন রঙের ফ্রক। এক ইউজার লিখেছেন,”গোলাপি কোটে আপনি অনন্যা। অসাধারণ লাগছে। জে ডি ভ্যান্স হয়ত জিজ্ঞেস করছেন, বাড়ি ফিরেও আপনি এই পোশাক পরে থাকবেন কি না।“
ঊষার পোশাক নিয়েও চর্চা চলছে। এদিন জ্যাকি ও’র স্টাইলে গোলাপি কোট পরেছিলেন ঊষা। মেয়েকে পরিয়েছিলেন মেরুন রঙের ফ্রক। এক ইউজার লিখেছেন,”গোলাপি কোটে আপনি অনন্যা। অসাধারণ লাগছে। জে ডি ভ্যান্স হয়ত জিজ্ঞেস করছেন, বাড়ি ফিরেও আপনি এই পোশাক পরে থাকবেন কি না।“
advertisement
advertisement
advertisement