'ভিনগ্রহীরা এসেছিল, আমরাই লক্ষ্য করিনি'

Last Updated:
এরপরই কলোম্বানোর চাঞ্চল্যকর দাবি, 'এলিয়েনরা হয়তো এসেছিল৷ পৃথিবী ঘুরে গিয়েছে তারা৷ আমরাই খেয়াল করিনি৷' কেন লক্ষ্য করতে পারিনি?
1/6
ভিনগ্রহীদের নিয়ে গপ্পের শেষ নেই৷ সত্যজিতের 'বঙ্কুবাবুর বন্ধু' থেকে শুরু করে স্পিলবার্গে ET এবং পরে আরও কত৷ এলিয়েন-চর্চা চলছেই৷ কিন্ত‌ু যখন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র বিজ্ঞানী কিছু বলছেন, তা অবশ্যই তাত্‍‌পর্যপূর্ণ৷
ভিনগ্রহীদের নিয়ে গপ্পের শেষ নেই৷ সত্যজিতের 'বঙ্কুবাবুর বন্ধু' থেকে শুরু করে স্পিলবার্গে ET এবং পরে আরও কত৷ এলিয়েন-চর্চা চলছেই৷ কিন্ত‌ু যখন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র বিজ্ঞানী কিছু বলছেন, তা অবশ্যই তাত্‍‌পর্যপূর্ণ৷
advertisement
2/6
নাসা-র বিজ্ঞানী সিলভানো পি কলোম্বানো-র দাবি রীতিমতো ঝড় তুলেছে তামাম দুনিয়ায়৷ সম্প্রতি তাঁর লেখা 'New Assumptions to Guide SETI Research'-এ তিনি দাবি করেছেন, 'আমরা ভিনগ্রহীদের যে ছবি মনে এঁকেছি, তার চেয়ে একেবারে অন্যরকম দেখতে হতে পারে এলিয়েনদের৷ গবেষণা ইঙ্গিত দিচ্ছে, বহু দূর তারা সফর করতে পারে ব্রহ্মাণ্ডে৷'
নাসা-র বিজ্ঞানী সিলভানো পি কলোম্বানো-র দাবি রীতিমতো ঝড় তুলেছে তামাম দুনিয়ায়৷ সম্প্রতি তাঁর লেখা 'New Assumptions to Guide SETI Research'-এ তিনি দাবি করেছেন, 'আমরা ভিনগ্রহীদের যে ছবি মনে এঁকেছি, তার চেয়ে একেবারে অন্যরকম দেখতে হতে পারে এলিয়েনদের৷ গবেষণা ইঙ্গিত দিচ্ছে, বহু দূর তারা সফর করতে পারে ব্রহ্মাণ্ডে৷'
advertisement
3/6
এরপরই কলোম্বানোর চাঞ্চল্যকর দাবি, 'এলিয়েনরা হয়তো এসেছিল৷ পৃথিবী ঘুরে গিয়েছে তারা৷ আমরাই খেয়াল করিনি৷' কেন লক্ষ্য করতে পারিনি?
এরপরই কলোম্বানোর চাঞ্চল্যকর দাবি, 'এলিয়েনরা হয়তো এসেছিল৷ পৃথিবী ঘুরে গিয়েছে তারা৷ আমরাই খেয়াল করিনি৷' কেন লক্ষ্য করতে পারিনি?
advertisement
4/6
এর উত্তরে কলোম্বানোর বক্তব্য, 'মানুষের প্রযুক্তি হয়তো ভিনগ্রহীদের থেকে অনেক গুন পিছিয়ে৷ আমরা হয়তো ভাবতেই পারি না এমন প্রযুক্তি৷ কারণ মানব সভ্যতায় প্রযুক্তিগত উন্নয়ন শুরু হয়েছে মাত্র ১০ হাজার বছর আগে৷  তার হয়তো অনেক অনেক আগেই ভিনগ্রহীরা প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে৷'
এর উত্তরে কলোম্বানোর বক্তব্য, 'মানুষের প্রযুক্তি হয়তো ভিনগ্রহীদের থেকে অনেক গুন পিছিয়ে৷ আমরা হয়তো ভাবতেই পারি না এমন প্রযুক্তি৷ কারণ মানব সভ্যতায় প্রযুক্তিগত উন্নয়ন শুরু হয়েছে মাত্র ১০ হাজার বছর আগে৷ তার হয়তো অনেক অনেক আগেই ভিনগ্রহীরা প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে৷'
advertisement
5/6
প্রসঙ্গত, প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংও বারবার দাবি করেছেন, ভিনগ্রহীরা রয়েছে৷ পৃথিবীতেও এসেছিল৷ তারা মানুষের চেয়ে প্রযুক্তিতে কয়েক যোজন এগিয়ে৷
প্রসঙ্গত, প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংও বারবার দাবি করেছেন, ভিনগ্রহীরা রয়েছে৷ পৃথিবীতেও এসেছিল৷ তারা মানুষের চেয়ে প্রযুক্তিতে কয়েক যোজন এগিয়ে৷
advertisement
6/6
কলোম্বানোর রিসার্চ পেপারটি প্রকাশিত হয় গত মার্চে৷ ভিনগ্রহীদের নিয়ে নাসা-র গবেষণার নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ওই গবেষণাপত্রে৷
কলোম্বানোর রিসার্চ পেপারটি প্রকাশিত হয় গত মার্চে৷ ভিনগ্রহীদের নিয়ে নাসা-র গবেষণার নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ওই গবেষণাপত্রে৷
advertisement
advertisement
advertisement