'ভিনগ্রহীরা এসেছিল, আমরাই লক্ষ্য করিনি'
Last Updated:
এরপরই কলোম্বানোর চাঞ্চল্যকর দাবি, 'এলিয়েনরা হয়তো এসেছিল৷ পৃথিবী ঘুরে গিয়েছে তারা৷ আমরাই খেয়াল করিনি৷' কেন লক্ষ্য করতে পারিনি?
advertisement
নাসা-র বিজ্ঞানী সিলভানো পি কলোম্বানো-র দাবি রীতিমতো ঝড় তুলেছে তামাম দুনিয়ায়৷ সম্প্রতি তাঁর লেখা 'New Assumptions to Guide SETI Research'-এ তিনি দাবি করেছেন, 'আমরা ভিনগ্রহীদের যে ছবি মনে এঁকেছি, তার চেয়ে একেবারে অন্যরকম দেখতে হতে পারে এলিয়েনদের৷ গবেষণা ইঙ্গিত দিচ্ছে, বহু দূর তারা সফর করতে পারে ব্রহ্মাণ্ডে৷'
advertisement
advertisement
advertisement
advertisement