ক্রমশও আরও ভয়াল হচ্ছে করোনার থাবা ৷ চিন ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস ৷ আক্রান্ত লাখ লাখ মানুষ ৷ সংক্রমণ রুখতে ঘরবন্দি ইতালি সহ বিভিন্ন দেশ ৷ এমন ভয়াবহ অবস্থায় অফিসে ছুটি নিতে করোনাকেই নিজের হাতিয়ার বানালেন বেসরকারি সংস্থায় কর্মরত এক কর্মী ৷ তার করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অফিসে ৷ ওই ব্যক্তির সমস্ত সহকর্মীদের তৎক্ষণাৎ পাঠানো হয় কোয়ারেন্টাইনে ৷ এতসব কাণ্ডের পর যখন সত্যিটা প্রকাশিত হয় তখন হতভম্ব সকলে ৷ অভিযুক্ত ব্যক্তিকে শিক্ষা দিতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল সেই সংস্থা ৷
প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুও ৷ হিসেব বলছে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ৷ করোনার থাবা এখন ভারতেও ৷ আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০০ ৷ বুধবারই করোনা সংক্রমণকে অতিমারী বা প্যানডেমিক ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ করোনা আতঙ্কে যখন কাঁপছে গোটা বিশ্ব ৷ তখন এমন স্পর্শকাতর বিষয়কেই শেষ পর্যন্ত অফিস ছুটির কারণ বানালেন ওই কর্মী ৷
করোনায় আক্রান্তের প্রথম খবর আসে চিন থেকেই ৷ চিনে প্রায় ৮০ হাজারেরও ব্যক্তি করোনায় আক্রান্ত ৷ তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় চার হাজার মৃত্যুর খবর এসেছে ৷ ভারতেই ১০৭ জনের মধ্যে কোভিড-১৯-এ দুজনের মৃত্যু ঘটেছে ৷ মন গম্ভীর পরিস্থিতিতে সর্তকতার কারণে সংস্থাগুলি নিজেরাই কর্মীদের বাড়ি থেকে কাজ করার নিদান দিচ্ছেন ৷ কাজ না করার বাহানা, অফিস কামাই করার কারণ হিসেবে বেছে নিলেন করোনাকেই ৷
ব্যক্তির করোনা আক্রান্তের খবর শুনে গোটা অফিসের বাকি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ওই ব্যক্তি বলেন, তিনি শপিং মলে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন সেখানে থাকা এক ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন ৷ তার থেকে সংক্রমিত হন তিনিও ৷ নিজের অ্যালিবাই আরও পাকাপোক্ত করতে শপিং মলের বিলটিও তিনি অফিসে জমা দেন ৷ কিন্তু পরে জানা যায় আসল ঘটনা ৷