

চিনের আপত্তি সত্ত্বেও সীমান্ত বিবাদের মধ্যেই এর আগে লাদাখ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এবার চিন সীমান্তে সেনা প্রস্তুতি খতিয়ে দেখতে সিকিমে পৌঁছে গেলেন রাজনাথ৷ শুধু তাই নয়, চিন সীমান্তের কাছেই শস্ত্র পুজোও সারবেন তিনি৷ Photo-ANI


শনিবার থেকে দু' দিনের জন্য পশ্চিমবঙ্গ এবং সিকিম সফরে বেরিয়েছেন রাজনাথ সিং৷ শনিবার শিলিগুড়ির কাছে সুকনায় সেনা ছাউনিতে গিয়ে চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রস্তুতির বিষয়ে বিশদে খোঁজখবর নেন প্রতিরক্ষামন্ত্রী৷ তাঁর সঙ্গে রয়েছেন সেনাপ্রধান এম এম নারভানেও৷ রবিবার সকালে সুকনাতেও শস্ত্র পুজো করেন রাজনাথ৷Photo-ANI চিনের সঙ্গে ভারতের প্রায় ৩৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে৷ যার একটা বড় অংশ পড়ে সিকিম এবং অরুণাচল প্রদেশে৷ লাদাখ সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই এই সীমান্ত এলাকাগুলিতেও ব্যাপক সেনা এবং সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে৷Photo-ANI


রবিবার সকালে প্রথমে সুকনায় সেনা ছাউনিতে শস্ত্র পুজোয় অংশ নেন রাজনাথ৷ এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, এ দিনই চিন সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরেও শস্ত্র পুজো করার কথা তাঁর৷ নবরাত্রির সময় হিন্দু রীতি মেনেই অস্ত্রের এই পুজো করা হয়৷ যদিও চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখার একদম কাছে রাজনাথের এই পুজো বিশেষ অর্থবহ বলেই মনে করা হচ্ছে৷ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গত কয়েক বছর ধরে এই পুজো করছেন রাজনাথ সিং৷Photo-ANI


সুকনায় সেনা জওয়ানদের সঙ্গে সাক্ষাতের সময় তাঁদের বিজয়া দশমীর আগাম শুভেচ্ছা জানান রাজনাথ৷ পাশাপাশি তিনি বলেন, 'ভারত বরাবরই তার প্রতিবেশীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখে এসেছে৷ আমরা সবসময় তার জন্য চেষ্টা করেছি৷ তা সত্ত্বেও বিভিন্ন সময়ে দেশের অখণ্ডতা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জওয়ানরা নিজেদের বলিদান দিতে বাধ্য হয়েছেন৷ সম্প্রতি গালওয়ানে বিহার রেজিমেন্টের ২০ জন জওয়ান মাতৃভূমির জন্য চরম আত্মত্যাগ করেছেন৷ আপনাদের জন্যই আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে৷'Photo-ANI