Lord Shiva Temple: মাটি খুঁড়তেই বেরিয়ে এলেন ভোলেবাবা! শুধু তারকেশ্বর নয়, হুগলিতে রয়েছে আরও এক জাগ্রত শিব মন্দির!

Last Updated:
 Lord Shiva Temple: তারকেশ্বর ছাড়াও হুগলিতে আছে এই শিব মন্দির! জাগ্রত শিবকে ডাকলেই মনের ইচ্ছে সত্যি হয়! জানুন
1/7
হুগলির নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক  মন্দির সেগুলো‌ যেমন জনপ্রিয় তেমনই পৌরানিক ও ঐতিহাসিক কাহিনিতে ভরপুর। হুগলির রত্নাকর নদী সংলগ্ন এলাকায় রয়েছে এমনই এক পবিত্র মন্দির যার নাম খানাকুলের ঘন্টেশ্বর মন্দির। ভক্তদের কাছে ঘণ্টেশ্বর মন্দির বরাবরই প্রিয় তীর্থক্ষেত্র। (Reported By: Suvojit Ghosh)
হুগলির নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক  মন্দির সেগুলো‌ যেমন জনপ্রিয় তেমনই পৌরানিক ও ঐতিহাসিক কাহিনিতে ভরপুর। হুগলির রত্নাকর নদী সংলগ্ন এলাকায় রয়েছে এমনই এক পবিত্র মন্দির যার নাম খানাকুলের ঘন্টেশ্বর মন্দির। ভক্তদের কাছে ঘণ্টেশ্বর মন্দির বরাবরই প্রিয় তীর্থক্ষেত্র। (Reported By: Suvojit Ghosh)
advertisement
2/7
মন্দিরটি দেখতে অপরুপ সুন্দর। মন্দিরের ভেতরের দেওয়ালে সুন্দর নকশা করা । সতীপীঠের আদলে এটি নির্মিত। এই মন্দিরের ইতিহাস ঘাটলে বহু অজানা তথ্য জানা যায়। (Reported By: Suvojit Ghosh)
মন্দিরটি দেখতে অপরুপ সুন্দর। মন্দিরের ভেতরের দেওয়ালে সুন্দর নকশা করা । সতীপীঠের আদলে এটি নির্মিত। এই মন্দিরের ইতিহাস ঘাটলে বহু অজানা তথ্য জানা যায়। (Reported By: Suvojit Ghosh)
advertisement
3/7
আগে হুগলির এই জায়গায় বাবা ঘণ্টেশ্বর প্রতিষ্ঠিত হয়ে ছিলেন। এরপরে আসেন মা রত্নাবলী। (Reported By: Suvojit Ghosh)
আগে হুগলির এই জায়গায় বাবা ঘণ্টেশ্বর প্রতিষ্ঠিত হয়ে ছিলেন। এরপরে আসেন মা রত্নাবলী। (Reported By: Suvojit Ghosh)
advertisement
4/7
অনেককাল আগে খানাকুলের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বটুক কারকের পালিত একটি গরু এই অঞ্চলের একটি শিমুল গাছের পাশে এসে দুধ দিত, কিন্তু কেন বাড়িতে দুধ দিত না। এর কারণ জানতে বটুকবাবু শিমুল গাছের পাশের জায়গায় খনন কার্য শুরু করেছিল। (Reported By: Suvojit Ghosh)
অনেককাল আগে খানাকুলের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বটুক কারকের পালিত একটি গরু এই অঞ্চলের একটি শিমুল গাছের পাশে এসে দুধ দিত, কিন্তু কেন বাড়িতে দুধ দিত না। এর কারণ জানতে বটুকবাবু শিমুল গাছের পাশের জায়গায় খনন কার্য শুরু করেছিল। (Reported By: Suvojit Ghosh)
advertisement
5/7
মাটি কিছুটা খনন করার পর তিনি ভগবান শিবের দেখা পেয়েছিলেন। এরপর ওই এলাকায় আসেন বর্ধমানের জমিদার বংশের সন্তান সড়কনারায়ণ ব্রহ্মচারী। তিনি ধ্যানে বসে জানতে পেরেছিলেন এই অঞ্চলের পাশেই পড়েছে সতীর দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধ। (Reported By: Suvojit Ghosh)
মাটি কিছুটা খনন করার পর তিনি ভগবান শিবের দেখা পেয়েছিলেন। এরপর ওই এলাকায় আসেন বর্ধমানের জমিদার বংশের সন্তান সড়কনারায়ণ ব্রহ্মচারী। তিনি ধ্যানে বসে জানতে পেরেছিলেন এই অঞ্চলের পাশেই পড়েছে সতীর দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধ। (Reported By: Suvojit Ghosh)
advertisement
6/7
এরপর একদিন গভীর রাতে শিমুল গাছের পাশেই যেখানে বাবাকে আগে দেখতে পাওয়া গিয়েছিল, সেই একই জায়গাযতেই একটি স্ফুলিঙ্গকে দেখেছিলেন সড়ক নারায়ণ। তিনি বেশি দেড়ি না করে সেই জায়গায় ধ্যানে বসেছিলেন। (Reported By: Suvojit Ghosh)
এরপর একদিন গভীর রাতে শিমুল গাছের পাশেই যেখানে বাবাকে আগে দেখতে পাওয়া গিয়েছিল, সেই একই জায়গাযতেই একটি স্ফুলিঙ্গকে দেখেছিলেন সড়ক নারায়ণ। তিনি বেশি দেড়ি না করে সেই জায়গায় ধ্যানে বসেছিলেন। (Reported By: Suvojit Ghosh)
advertisement
7/7
পরবর্তীকালে সেখানেই স্থাপন করা হয়েছিল এই মন্দির। আজও পুরনো নিয়ম মেনে এখানে পুজো দেওয়া হয়। মাঘ মাসের রটন্তী কালী পুজোতে সন্ধ্যার আগে মায়ের পুজো করা হয় এবং শেষে বাবার আরতি হয়। (Reported By: Suvojit Ghosh)
পরবর্তীকালে সেখানেই স্থাপন করা হয়েছিল এই মন্দির। আজও পুরনো নিয়ম মেনে এখানে পুজো দেওয়া হয়। মাঘ মাসের রটন্তী কালী পুজোতে সন্ধ্যার আগে মায়ের পুজো করা হয় এবং শেষে বাবার আরতি হয়। (Reported By: Suvojit Ghosh)
advertisement
advertisement
advertisement