আলু বাহারি বানাতে লাগবে ১ কেজি নতুন আলু, ৪ টেবিল চামচ সাদা তেল অথবা ঘি, দেড় কাপ জল, ১ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ আদাবাটা, ১ চা চামচ মৌরিবাটা, সামান্য হিং, স্বাদমতো নুন, ২টো বড় এলাচ (গুঁড়ো করা), ৩ টেবিল চামচ টক দই, দেড় কাপ দুধ, ২ টেবিল চামচ মাখন, ৩-৪টে লবঙ্গ, ৩-৪টে কাঁচালঙ্কা চেরা, ২-৩টে ছোট এলাচ
Photo Source: Collected